এখন পড়ছেন
হোম > জাতীয় > আপনাদের সুবিধার্থে ২০০ ও ২০০০ টাকা নিয়ে বড়সড় বদল আসছে আইনে – জেনে নিন বিস্তারিত

আপনাদের সুবিধার্থে ২০০ ও ২০০০ টাকা নিয়ে বড়সড় বদল আসছে আইনে – জেনে নিন বিস্তারিত

টাকা ছিঁড়ে গেলে বা রং লেগে গেলে বা অন্য কোনো কারণে নষ্ট হয়ে গেলে সটান আমজনতা দৌড়ায় ব্যাঙ্কে। দায়িত্ব সহকারে সংশ্লিষ্ট ব্যাঙ্কের কর্মচারীরা সেগুলো বদলে দেন। ৫,১০,২০,১০০,৫০০ হোক বা ১০০০ টাকার নোট,রিজর্ভ ব্যাঙ্কের নিয়ম অনুসারে এগুলো বদলের সুবিধা পেয়ে থাকেন দেশের নাগরিকরা।

কিন্তু সমস্যা এসে দাঁড়িয়েছে ২০০ এবং ২০০০ এর নোটের ক্ষেত্রে। কারণ নোটবন্দি পর দুবছর হল মোদীসরকার এগুলো চালু করেছে। তাই এগুলো এক্সচেঞ্জ সংক্রান্ত আইন এখনো তৈরি করা হয়নি। তবে জনগনের সমস্যার কথা মাথায় রেখেই এ ব্যাপারে খুব জলদিই পদক্ষেপ নিতে দেখা যাবে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এবং রিজার্ভ ব্যাঙ্ককে,এমনটাই জানা গেল কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্র থেকে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

অবিলম্বে এই ইস্যু নিয়ে একটি সংশোধনী আনা হচ্ছে,যার ফলে নতুন প্রকাশিত নোট বদলের ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না আর। ২০০৯ সালের রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নোট রিফান্ড আইনের মধ্যে আনা হবে ওই সংশোধনী। এটার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রক রিজার্ভ ব্যাঙ্ককে ইতিবাচক ইঙ্গিতও দিয়ে দিয়েছে ইতিমধ্যে।

তবে জানা গিয়েছে,গতবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন কিছু নোট থেকে রং ওঠার অভিযোগও এসেছিল। তারপর রিজার্ভ ব্যাঙ্ক সেই নোটগুলো বদলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু কাজ করার ক্ষেত্রেও আরবিআই-এর কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা ছিল। এবার নতুন সংশোধনী আইন এনে সেই সীমাবদ্ধতাকেই আরো একটু বৃদ্ধি করতে উদ্যোগ নিচ্ছে অর্থমন্ত্রক এবং আরবিআই।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!