এখন পড়ছেন
হোম > জাতীয় > কর্নাটকে খেলা এখনো অনেক বাকি! বেঙ্গালুরু উড়ে গেলেন তিন হেভিওয়েট নেতা

কর্নাটকে খেলা এখনো অনেক বাকি! বেঙ্গালুরু উড়ে গেলেন তিন হেভিওয়েট নেতা


বেলা গড়ানোর সাথে সাথেই কর্নাটকে বদলাচ্ছে সমীকরণ। ১০০ এর উপর আসন পেলেও সংখ্যাগরিষ্ঠতা থেকে ৮ টি আসন পিছিয়ে বিজেপি। এই অবস্থায় কংগ্রেস জানিয়ে দিয়েছে তাদের বিধায়ক সংখ্যা বেশি হলেও বিজেপিকে আটকাতে সরকার তারা গঠন করবে না, উল্টে কুমারস্বামীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে জেডিএসকে সমর্থন করবে তারা। জেডিএস সূত্রেও জানা গেছে কংগ্রেসের এই সমর্থন মেনে তারা সরকার গঠনে প্রস্তুত। সেই হিসাবে বিকেল ৫:৩০ টার সময় রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছেন জেডিএস নেতা কুমারস্বামী। সূত্রের খবর সেখানে সরকার গঠনের জন্য দাবি জানাতে পারেন তিনি।

কিন্তু সরকার গঠনের এতো কাছে এসেও আশা ছাড়তে রাজি নয় গেরুয়া শিবির। বিজেপি সূত্রের খবর, অমিত শাহের বিশেষ নির্দেশে বেঙ্গালুরু উড়ে গেলেন দলের পোড় খাওয়া তিন নেতা জেপি নাড্ডা, ধর্মেন্দ্র প্রধান ও প্রকাশ জাভড়েকর। ফলে কর্ণাটক রাজনীতিতে নতুন কি মোড় আসে সেদিকেই তাকিয়ে এখন রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!