এখন পড়ছেন
হোম > জাতীয় > অবশেষে শেষ হল ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা – জেনে নিন শেষ ফলাফল

অবশেষে শেষ হল ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা – জেনে নিন শেষ ফলাফল


আসন্ন লোকসভা নির্বাচনের আগে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন কার্যত সেমিফাইনাল সকল রাজনৈতিক দলগুলির কাছে। গতকাল ছিল মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরামের ভোটগণনা। সকাল থেকেই গোটা দেশজুড়ে তীব্র উত্তেজনা।

কি হচ্ছে কোন রাজ্যে? কে এগোল, কেই বা পিছিয়ে গেল? কি হল হেভিওয়েট নেতাদের? এই সব খবর নিয়েই শুরু হয়েছিল তীব্র আলোড়ন। ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনার প্রতি মুহূর্তের লাইভ আপডেট আমরা আপনাদের ধারাবাহিকভাবে গতকাল দিয়ে গিয়েছি। কিন্তু, বেশ কিছু আসনের ভোটগণনা শেষ করতে মধ্যরাত পেরিয়ে যায়। তাই জেনে নিন শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ রাজ্যের চিত্রটা কি দাঁড়াল (তবে মধ্যপ্রদেশে ৩ টি ও ছত্তিশগড়ে ১ টি আসনের গণনা এখনো চলছে) –

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

রাজ্যের নাম – মধ্যপ্রদেশ
মোট আসন – ২৩০
ফলাফল ঘোষণা হবে – ২৩০
সংখ্যাগরিষ্ঠতার জন্যে দরকার – ১১৬
ক্ষমতায় ছিল – বিজেপি
এই মুহূর্তে ঘোষিত/ এগিয়ে – ২৩০
বিজেপি – ১০৯
কংগ্রেস – ১১৪
অন্যান্য – ৭

রাজ্যের নাম – রাজস্থান
মোট আসন – ২০০
ফলাফল ঘোষণা হবে – ১৯৯
সংখ্যাগরিষ্ঠতার জন্যে দরকার – ১০০
ক্ষমতায় ছিল – বিজেপি
এই মুহূর্তে ঘোষিত/ এগিয়ে – ১৯৯
বিজেপি – ৭৩
কংগ্রেস – ৯৯
অন্যান্য – ২৭

রাজ্যের নাম – ছত্তিশগড়
মোট আসন – ৯০
ফলাফল ঘোষণা হবে – ৯০
সংখ্যাগরিষ্ঠতার জন্যে দরকার – ৪৬
ক্ষমতায় ছিল – বিজেপি
এই মুহূর্তে ঘোষিত/ এগিয়ে – ৯০
বিজেপি – ১৫
কংগ্রেস – ৬৮
অন্যান্য – ৭

রাজ্যের নাম – তেলেঙ্গানা
মোট আসন – ১১৯
ফলাফল ঘোষণা হবে – ১১৯
সংখ্যাগরিষ্ঠতার জন্যে দরকার – ৬০
ক্ষমতায় ছিল – তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (টিআরএস)
এই মুহূর্তে ঘোষিত/ এগিয়ে – ১১৯
বিজেপি – ১
কংগ্রেস – ২১
টিআরএস – ৮৮
অন্যান্য – ৯

রাজ্যের নাম – মিজোরাম
মোট আসন – ৪০
ফলাফল ঘোষণা হবে – ৪০
সংখ্যাগরিষ্ঠতার জন্যে দরকার – ২১
ক্ষমতায় ছিল – কংগ্রেস
এই মুহূর্তে ঘোষিত/ এগিয়ে – ৪০
বিজেপি – ১
কংগ্রেস – ৫
এমএনএফ – ২৬
অন্যান্য – ৮

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!