এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজনৈতিক দুর্ব্যবহার নিয়ে খড়্গহস্ত হলেন অমিত শাহ ,বাড়ছে জল্পনা

রাজনৈতিক দুর্ব্যবহার নিয়ে খড়্গহস্ত হলেন অমিত শাহ ,বাড়ছে জল্পনা

চিকিৎসার প্রয়োজনে দিল্লীর এইএম্‌স ভর্তি হয়েছেন বিহারের আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। প্রবীণ অসুস্থ্য এই নেতার সাথে হাসপাতালে দেখা করে গেলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী উপেন্দ্র কুশওয়াহা। এই ঘটনা স্বাভাবিক নিয়মেই রাজনৈতিক মহলে নানা গুজব তৈরী করলো। লালুপ্রসাদ যাদব কেবলমাত্র বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেই না ,

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কিছুদিন আগে অবধি আরজেডি দলের কর্মীদের কুশওয়াহার রাষ্ট্রীয় লোক সমতা পার্টি আয়োজিত বহু রাজনৈতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে দেখা গেছে। অন্যদিকে পশুখাদ্য মামলার অন্যতম অভিযোগকারী ‌ঝাড়খণ্ডে বিজেপি সরকারের মন্ত্রী সরযূ রায় যথেষ্ট উদ্বেগের কন্ঠে সংবাদমাধ্যমকে বলেছেন , ‘‌’লালুকে ট্রেনে নয়, বিমানে নিয়ে যাওয়া উচিত ছিল।’‌’ এই মন্তব্যের প্রতিবাদে বিহারে স্বভাবতই ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। প্রতিবাদে সোস্যাল মিডিয়ায় এক লালুপ্রসাদ যাদব অনুরাগী লিখলেন ,”‌ধর্ষক-‌খুনি রাম রহিমের জন্য কপ্টার, আর জননেতার জন্য ১৬ ঘণ্টার ট্রেন-‌সফর!‌ বিজেপি এর জবাব পাবে।’‌’ এদিকে এই সব নিয়ে  উত্তেজনার পারদ এতোটাই ওপরে উঠেছে যে বিজেপি-‌র জাতীয় সভাপতি অমিত শাহ রাষ্ট্রমন্ত্রী উপেন্দ্র কুশওয়াহার সঙ্গে দেখা করে কার্যত হুমকির সুরে বলেছেন, এনডিএ সরকারের বিরুদ্ধে কোনও রাজনৈতিক দুর্ব্যবহার বরদাস্ত করা হবে না। তাই রাজনৈতিকমহলের মনে প্রশ্ন উঠেছে এবার কি বিজেপি তেমন কোনো ব্যাবস্থা নেবে ?আর কি ব্যাবস্থা নেবে তাই নিয়েই জল্পনা তুঙ্গে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!