এখন পড়ছেন
হোম > রাজ্য > ব্যারাকপুর গুলিকাণ্ডে বড়সড় অস্বস্তির মুখে শাসকদল, মধ্যস্থতায় অর্জুন সিং আসরে

ব্যারাকপুর গুলিকাণ্ডে বড়সড় অস্বস্তির মুখে শাসকদল, মধ্যস্থতায় অর্জুন সিং আসরে


গত ১৯ শে ফেব্রুয়ারি রাতে ব্যারাকপুরের সদর বাজার এলাকায় দুই গোষ্ঠীর দুষ্কৃতিদের মধ্যে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছিলেন শেখ চাঁদু নামে এক মৎস্য ব্যাবসায়ী। গুলি হাতে লাগায় আহত ব্যক্তির প্রাণহানী হয়নি । এই ঘটনার পরিদিন সকাল থেকেই ব্যারাকপুর সদর বাজার এলাকা উত্তপ্ত হয়ে ওঠে । এলাকার সাধারণ মানুষের অভিযোগ ওঠে শিবু যাদবের দলের ঘনিষ্ঠ দুষ্কৃতিরাই চাঁদুকে গুলি করেছে। স্থানীয় মানুষদের উত্তেজনা নিয়ন্ত্রনে আনতে ঐদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ভাটপাড়ার তৃনমূল কংগ্রেস বিধায়ক অর্জুন সিং। উত্তেজিত জনতার সাথে ঐদিন বিধায়ক ও এলাকা থেকে বেআইনি অস্ত্র উদ্ধারের দাবি সহ শীঘ্র দুষ্কৃতিদের গ্রেফতারের দাবিতে সরব হন। এরপর প্রায় একমাস অতিক্রান্ত । এরমধ্যেই সক্রিয় ভূমিকা পালন করে তদন্ত করেন বারাকপুর থানার পুলিশ । শিবুকে ব্যারাকপুর সদর বাজারের নয়াবস্তি এলাকা থেকে গ্রেফতার করে বারাকপুর থানার পুলিশ।পুলিশ এখনও অবধি মোট ৮ জন স্থানীয় দুষ্কৃতিকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যারাকপুর থানার পুলিশ ভারতীয় দন্ডবিধির ১৪৩, ১৪৭, ৩২৬, ৩০৭, ১২০(বি), ২৫ ও ২৭ নম্বর ধারায় মামলা দায়ের করেছে। ব্যারাকপুর আদালতের এসিজেএম ময়ুখ মুখোপাধ্যায়ের এজলাসে বুধবার দুপুরে ধৃতকে পেশ করা হয়। অভিযুক্তের ৭দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন বিচারক। উল্লেখ্য বেশ কিছু বছর আগে দুই সাংবাদিককে পেটানোর দায়ে শাসকঘনিষ্ঠ এই কুখ্যাত দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করেছিল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!