এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপি প্রার্থীকে মার, পার্টি অফিস ভাঙচুর, প্রতিবাদে রণক্ষেত্র বারুইপুর

বিজেপি প্রার্থীকে মার, পার্টি অফিস ভাঙচুর, প্রতিবাদে রণক্ষেত্র বারুইপুর

মনোনয়নপত্র পেশের বাড়তি দিনকে কেন্দ্র করে অশান্তি ছড়ালো দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে। অভিযোগ উঠেছে সেখানকার বিজেপি’র দলীয় কার্যালয়ে শাসক দলের দুষ্কৃতিরা আচমকা হানা দিয়ে ভাঙচুর চালিয়েছে। দুই বিরোধী দলের হিংসায় বাধা দিতে এলে পুলিশ ও আক্রান্ত হয়েছে বলে জানা যাচ্ছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এলাকার স্থানীয় মানুষদের দাবি সোমবার সকাল থেকেই বারুইপুর মহকুমাশাসকের অফিস ও বিডিও অফিস কার্যত তৃণমূল কংগ্রেসের কর্মীদের দখলে চলে যায়। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মনোনয়ন  পেশ করতে যাওয়া বিজেপি কর্মীদের মারধর করারও অভিযোগ ওঠে। বিজেপির জেলা পরিষদের প্রার্থী দিলীপ মণ্ডলকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে বিজেপির দলীয় কর্মী সমর্থকরা ক্যানিং বারুইপুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। গেরুয়া শিবির দাবি করছে এই বিক্ষোভ চলাকালীনও শাসক দলের প্রতিনিধিরা সেখানে উপস্থিত হয়ে উত্তেজনা ছড়ায়। এমনকি বারুইপুর রাসমাঠের পাশে অবস্থিত বিজেপির জেলা কার্যালয়ে হামলা চালায় তৃণমূল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা উত্তাল হয়ে ওঠে। এদিকে তৃণমূল কংগ্রেসের দাবি  বিজেপির কার্যালয় থেকে ও ইট পাটকেল ছোড়া হয় তৃণমূল কর্মীদের লক্ষ্য করে। অন্যদিকে পালটা অভিযোগ এনে বিজেপি জানিয়েছে পুলিশের সামনেই তাদের কর্মীদের গাড়ি ও বাইকে ভাঙচুর করা হয় । পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়।পাশাপাশি এদিন ক্যানিংয়ে বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে গেলে তাদের মারধর করে নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। শুধু এই নয় পাশাপাশি বিজেপি প্রার্থীদের ব্যাপক শারীরিক নিগ্রহেরও অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!