এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়ায় ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে তৃণমূল কর্মীদের টেনে এনে পাল্টা লাঠিপেটা করে মার

পুরুলিয়ায় ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে তৃণমূল কর্মীদের টেনে এনে পাল্টা লাঠিপেটা করে মার

দিলীপ ঘোষের নির্দেশকে ফের শিরোধার্য করে জয় শ্রীরাম বলে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠেলো বিজেপির বিরুদ্ধে। এদিন পুরুলিয়ার বলরামপুরে ‘জয় শ্রীরাম’ বলে তৃণমূল কর্মীদের উপরে হামলা করেছে একদল দুষ্কৃতী।আর অভিযোগের তীর এবার তৃণমূলের দিকে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা গেছে এদিন দুপুরে বলরামপুরে ব্লক অফিসে জমা পড়া মনোনয়নের যখন ‘স্ক্রুটিনি’ চলছিল সেই সময়ে অফিসের বাইরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে।’ জয় শ্রীরাম’ এর স্লোগান দিয়ে দোকানে লুকিয়ে থাকা তৃণমূলকর্মীদের বার করে মারধোর করা হয়।গুরুতর চোট পান বলরামপুর তেঁতলা অঞ্চলের সভাপতি সুধীরচন্দ্র মাহাতো সহ নজন।তিনি এখন পুরুলিয়ার সদর হাসপাতালে ভর্তি।যদিও বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি তারা কিচি করেনি তৃণমূলী তাদের মারধর করেছে।যার জেরে আহত হয়েছেন বলরামপুর বিজেপি মণ্ডল সভাপতি অশ্বিনী সিংহ সর্দার-সহ তিন কর্মী।বিজেপির দাবি পুলিশও তৃণমূলের সঙ্গে দিচ্ছে।

বিজেপি-র জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর দাবি, ”তৃণমূলের লোকেরাই প্রথমে আমাদের কর্মীদের মারে। পরে এলাকার বাসিন্দারাই রুখে দাঁড়ান।” এই নিয়ে তৃণমূল নেতা সৃষ্টিধর মাহাতোর অভিযোগ, ”বিজেপি-র বহিরাগত দুষ্কৃতীরাই আমাদের লোকেদের মারধর করে গাড়ি ভাঙচুর করে। দলীয় পতাকাও পুড়িয়ে দেয়।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!