এখন পড়ছেন
হোম > রাজ্য > নিজের দোষ, অহঙ্কার ঢাকতে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাচ্ছেন মুখ্যমন্ত্রী: অধীর চৌধুরী

নিজের দোষ, অহঙ্কার ঢাকতে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাচ্ছেন মুখ্যমন্ত্রী: অধীর চৌধুরী


রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে নানা বিষয়ে মামলা আদালতে রুজু হয়েছে। এই বিষয়কে গণতান্ত্রিক বিপর্যয় বলে অ্যাখ্যায়িত করলেন প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরী।এর জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন অধীরবাবু হাইকোর্টে শুনানি শেষে নিজের প্রতিক্রিয়া জানিয়ে বললেন ,”মনোনয়নের দিন যদি একদিন বাড়ানো হত, তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? আসলে উনি নিজের দোষ স্বীকার করতে জানেন না। যদি জানতেন তাহলে এই সংকট তৈরি হত না। বাংলার গণতন্ত্রও বিপন্ন হত না। এখন তাই উনি উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাচ্ছেন। রাজ্য সরকার যদি মনে করত, তাহলে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে পারত। রাজ্য সরকার চাইলে মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে নির্বাচন উৎসব আদলে পালন করা যেত। কিন্তু রাজ্য সরকার তা চান না। মুখ্যমন্ত্রী তো নিজেকে আইনজীবী বলেন। তাহলে উনি হাইকোর্টে এসে যদি বলতেন, সুষ্ঠু ও অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করাব। পঞ্চায়েত ভোট প্রক্রিয়া শুরু করার অনুমতি দিন, তাহলে সেটাই তো হত রাজ্যবাসীর বড় পাওনা। কিন্তু সেই স্বীকারোক্তি কি উনি করবেন, কখনই করবেন না।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!