এখন পড়ছেন
হোম > জাতীয় > হার একযোগে ১৫ মন্ত্রীর, কর্ণাটক নিয়ে কংগ্রেসের অস্বস্তি আরো প্রবল হচ্ছে

হার একযোগে ১৫ মন্ত্রীর, কর্ণাটক নিয়ে কংগ্রেসের অস্বস্তি আরো প্রবল হচ্ছে

কর্ণাটক রাজ্যে কংগ্রেস শেষ অবধি  জনতা দল (সেকুলার)-এর সঙ্গে জোট শক্তি গড়ে সরকার গঠন করবে কি না তা এখনও নির্ধারিত হয় নি। তবে নির্বাচনের ফলাফল একথা স্পষ্ট ভাবেই ইঙ্গিত করছে যে রাজ্যের মানুষ পরিবর্তন চেয়েছিলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এছাড়া কর্ণাটক রাজ্যে সরকার গঠনের ক্ষেত্রে একটি বহুল প্রচলিত জনশ্রুতি রয়েছে যে এখানে কোনো দলই পরপর দুবার ক্ষমতায় আসতে পারেনা। রাজ্যের মানুষ যে সরকারের বদল চেয়েছিলেন আরও স্পষ্ট হয়ে যায় সিদ্দারামাইয়া সরকারের মন্ত্রীসভার রামনাথ রাই, এইচ.এম. রেভান্না, কাগদু থিম্মাপ্পা, সন্টোষ লাদ, উমাশ্রী, বিনয় কুলকার্নি, এইচ.সি. মহাদেবাপ্পা, শরণ প্রকাশ পাতিল, এস.এস. মল্লিকার্জুন, এইচ আনজানেয়া, এ মঞ্জু, টি.বি. জয়চন্দ্র, বাসবরাজ রায়ারেড্ডি, প্রমোদ মধ্বরাজ ও রুদ্রাপ্পা লামানি সহ মোট ১৫ জন সদস্যের  নির্বাচনে পরাজয়ের ঘটনার মধ্যে দিয়ে। প্রসঙ্গত এইচ আনজানেয়া’র মতো অনেকের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়াও অনেকেই লিঙ্গায়েত আন্দোলনের নেপথ্যে ছিলেন। অনেক বিজেপি নেতা অবশ্য দাবি করছেন ফল প্রকাশের পর লিঙ্গায়েত আন্দোলন কংগ্রেসের জন্য ‘ব্যাকফায়ার’ করেছে বলে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!