এখন পড়ছেন
হোম > রাজ্য > ভয়ঙ্কর অভিযোগে দিলীপ ঘোষকে জেলে ঢোকানোর সুপারিশ করলেন রাজ্যের মন্ত্রী

ভয়ঙ্কর অভিযোগে দিলীপ ঘোষকে জেলে ঢোকানোর সুপারিশ করলেন রাজ্যের মন্ত্রী

সোমবার দুপুরে কোচবিহার জেলার ঢলুয়াবাড়িতে দলীয় কর্মীদের সাথে মনোনয়ন সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনা করতে গিয়ে কোচবিহারের তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধীদের হাতে দলীয় কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনাকে উল্লেখ করে তাঁর প্রতিক্রিয়া জানালেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন তিনি বললেন যে বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যে সমস্ত উসকানিমূলক মন্তব্য করছেন তার জেরেই খুন হয়েছে কোচবিহারের যুব তৃণমূল নেতা বাবলু সরকার। তাঁর মন্তব্যের জেরেই বিজেপি’র হার্মাদরা ওই নেতার উপর হামলা চালিয়েছে বলেও দাবি করেন রবীন্দ্রনাথবাবু। পাশাপাশি তিনি জানান যে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য কাজ করছেন। তাই মানুষ তাঁর পাশে রয়েছে। গ্রামবাংলার মানুষ বিজেপি’র পাশে নেই। কেন কয়েকজন বিজেপির প্রার্থী হতে চেয়েছেন তার ব্যাখ্যা দিলেন এদিন তিনি। তিনি জানলেন যে, “কিছু মানুষ তাদের হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন। তাঁদের বলা হয়েছিল ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।” এদিনে তিনি অভিযোগের সুরে বললেন মাত্র একদিন আগেও বিজেপি’র রাজ্য সভাপতি শাসকদলের মনোনীত প্রার্থীদের কার্যত হুমকি দিয়েই বলেছিলেন যারা তৃণমূলের হয়ে মনোনয়ন জমা দেবেন তাঁদের স্ত্রী ও পুত্রদের অনাথ হয়ে থাকতে হবে। তাই তিনি দাবি করেন যে,” এই ধরনের উসকানিমূলক মন্তব্যের জন্য নির্বাচন কমিশনের উচিত দিলীপ ঘোষকে জেলে ঢোকানো।” রবীন্দ্রনাথ বাবুর স্থির বিশ্বাস পশ্চিমবঙ্গের উন্নয়নের জোয়ারে পঞ্চায়েতের তিনটি স্তরেই তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা জয়ী হবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!