এখন পড়ছেন
হোম > রাজ্য > ‘সংবেদনশীল’ ইস্যুতে আবার নতুন করে গুরুত্ত্বপূর্ন হয়ে উঠলেন তৃণমূলের ডাক্তার-বিধায়ক

‘সংবেদনশীল’ ইস্যুতে আবার নতুন করে গুরুত্ত্বপূর্ন হয়ে উঠলেন তৃণমূলের ডাক্তার-বিধায়ক

‘সংবেদনশীল’ ইস্যুতে আবার নতুন করে গুরুত্ত্বপূর্ন হয়ে উঠলেন তৃণমূলের ডাক্তার-বিধায়ক। অ্যাপোলো গ্লেনইগল্স হাসপাতালে ডানকুনির বাসিন্দা মৃত সঞ্জয় রায়ের চিকিৎসার কাজে বহাল দুই অভিযুক্ত চিকিৎসকের শাস্তির পরিমান কমানো এবং মুকুবের দাবিতে তৃণমূলের বিধায়ক তথা রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি নির্মল মাজি বহু প্রভাবশালী ব্যক্তিদের থেকে অনেক ফোন পেলেন মাত্র কদিনে। যদিও মেডিক্যাল কাউন্সিলেরই একাধিক সদস্যর প্রশ্ন

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তাঁরা কোনো ফোন পেলেননা অথচ শুধু নির্মল বাবুই কেন ও এত ফোন পেলেন। উল্লেখ্য মৃত সঞ্জয় রায়ের পরিবার ‘সঞ্জয়ের ভুল চিকিত্সা করা হয়েছে’ এমন দাবি করে কাউন্সিলে অভিযোগ করেছিলেন। বেশ কিছুদিন যাবত নানা তথ্য তালাশ করার পরে রাজ্য মেডিক্যাল কাউন্সিল গত ২৯ মার্চ কাউন্সিল অ্যাপোলোর দুই চিকিত্সক শ্যামল সরকার এবং ঊষা গোয়েঙ্কাকে দোষী সাব্যস্ত করে। শাস্তিস্বরূপ ডাঃ শ্যামল সরকারের ৬ মাসের জন্য এবং ডাঃ ঊষা গোয়েঙ্কার ১ বছরের জন্যে রেজিস্ট্রেশন নম্বর বাতিল করে চিকিৎসার অধিকার কেড়ে নেওয়া হয়। জানা গেছে কাউন্সিলের সকল সদস্যের সম্মতিক্রমে শাস্তি প্রদান করেননি রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি নির্মল মাজি। শাস্তির যুক্তিগ্রাহ্যতা বিষয়ে নির্মল বাবুকে সংবাদমাধ্যম প্রশ্ন করলে জবাবে তিনি বললেন, ”কোনও চাপের কাছে আমি মাথা নোয়াইনি। কমিশন মাথা নোয়ায়নি। আমি দেড়’শো ফোন পেয়েছি। ক্লিনচিট দেওয়ার জন্য। প্রভাবশালী, চিকিত্সকদের ফোন ছিল। কিন্তু নিরপেক্ষতা বজায় রেখেছি।” কাউন্সিলের অনেক সদস্যের কৌতুহল ছিলো হঠাৎ করে এতো প্রভাবশালী ব্যক্তিবর্গের ফোন নির্মল মাজির কাছে কেনো গেলো ! তবে কি যে কোনো বিষয়ে সাহায্য চেয়ে নির্মল মাজি কে ফোন করা যেতে পারে! প্রশ্নের জবাবে নির্মল বাবু সাবলীলভাবেই বললেন, ”বাজারি গল্প বলছেন অনেকে। সকলের মত নিয়েই কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে। আমি, শান্তনু সেন, ত্রিদিব বন্দ্যোপাধ্যায়, প্রদীপ নিমানি, অভিজিত্‍ ভক্ত, নিরঞ্জন ভট্টাচার্য, গোপালকৃষ্ণ ঢালি সকলেই সিদ্ধান্তের পক্ষে। কাউকে সন্তুষ্ট করার জন্য নয়। কোনও প্রলোভন বা চাপের কাছে আত্মসমর্পণ করিনি। রেয়াত করা হয়নি অন্যায়। নিরপেক্ষতা বজায় রেখেছি।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!