এখন পড়ছেন
হোম > জাতীয় > হিন্দু রাষ্ট্র গড়তে বিজেপিকে ভোট দিন, বিধায়কের মন্তব্যে শোরগোল রাজনৈতিক মহলে

হিন্দু রাষ্ট্র গড়তে বিজেপিকে ভোট দিন, বিধায়কের মন্তব্যে শোরগোল রাজনৈতিক মহলে


নির্বাচনী প্রচারের জন্যে নতুন রকম পন্থা আয়ত্ব করলো গেরুয়া শিবির। আগামী মে মাসে কর্ণাটকে বিধানসভা নির্বাচনে বিজেপি বিধায়ক সঞ্জয় পাটিল নির্বাচনী প্রচারের জন্যে জনগনের উদ্দেশ্যে বললেন ,”ধর্মই শেষ কথা। ভারতে হিন্দু রাষ্ট্র হিসেবে গড়তে চায় বিজেপি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তৈরী হবে রামমন্দির। সেজন্যই বিজেপি ভোট দিন।” নির্বাচনী প্রচারের ভাষণে এমন বিতর্কিত মন্তব্যের ভিডিও ক্লিপিং এখন সোস্যাল মিডিয়াতে সাড়া ফেলে দিয়েছে। এই ভিডিওতে সঞ্জয় পাটিলকে বলতে দেখা যাচ্ছে যে, “আমি হিন্দু। এটা একটা হিন্দু রাষ্ট্র। আমরা রাম মন্দির তৈরি করতে চাই।যদি কংগ্রেস নেত্রী রেশমি হেব্বালিকর বলেন তিনি মন্দির তৈরি করবেন তাহলে তাঁকে ভোট দিন। কিন্তু তারা বাররি মসজিদ তৈরি করবে। যাঁরা বারনি মসজিদ চান, টিপু জয়ন্তী চান তাঁরা সানন্দে কংগ্রেসকে ভোট দিন। আর যাঁরা চান শিবাজি মন্দির, রামমন্দির তাঁরা ভোট দিন বিজেপিকে। ” একটি নির্বাচনী জনসভায় আগাগোড়া কন্নড় ভাষায় অত্যন্ত দৃঢ়তার সাথে ধর্মের ভিত্তিতে আত্মপ্রচার করলেন এই বিজেপি বিধায়ক। তবে এই নির্বাচনী প্রচারের সঠিক স্থান কোথায় সে বিষয়ে সঠিকভাবে কিছু এখনও জানা যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!