এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির চালে কিছুতেই ভাঙবে না ‘পিসি-ভাইপোর’ জোট, ঘোষণা দৃঢ়তার সঙ্গে

বিজেপির চালে কিছুতেই ভাঙবে না ‘পিসি-ভাইপোর’ জোট, ঘোষণা দৃঢ়তার সঙ্গে

বিজেপির চালে কিছুতেই ভাঙবে না ‘পিসি-ভাইপোর’ জোট, ঘোষণা দৃঢ়তার সঙ্গে। একসময় মুলায়ম সিংহ যাদব ও মায়াবতীকে একসাথে ভাবাই যেতনা। সেখানে এখন মুলায়ম পুত্র অখিলেশ যাদবের সাথে মায়াবতী জোট বেঁধে সদ্য সংঘটিত ফুলপুর গোরক্ষপুরের উপনির্বাচনে ধরাশায়ী করলো বিজেপিকে। এসপির রাশ এখন অখিলেশ যাদবের হাতেই রয়েছে বলা যেতে পারে। লোকসভা নির্বাচনে ফের নরেন্দ্র মোদিকে ধরাশায়ী করতে ‘বুয়াজির’ সাথে জোট অব্যাহত রাখতে চান তিনি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই প্রসঙ্গে অখিলেশ জানান, ”আমি বাস্তববাদী হতে চাই। নিজের দিক থেকে বলতে পারি, এই জোটটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এটা বজায় রাখতে চাই। তার জন্য যদি আমাকে দু’পা পিছিয়েও আসতে হয়, আমি রাজি।”তবে রাজ্যসভা নির্বাচনে বিএসপি না জেতায় এই জোটের জন্য এটি কাঁটা হিসাবে দেখা হচ্ছে। কিন্তু অখিলেশ জোট ধর্ম বজায় রাখতে উদারতা ও নমনীয়তার বার্তা দিয়েছেন। ঠিক যেমন এর আগে উত্তরপ্রদেশের গত বিধানসভা নির্বাচনে নিজেদের হাতে ২০০ টি কেন্দ্র রেখে বাকি ১০০ টি কেন্দ্র কংগ্রেসকে দিয়ে দেয়। ফলে কংগ্রেস হারলেও সম্পর্ক কোনোভাবে খারাপ হয় নি। উপনির্বাচনের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এই জোটকে কটাক্ষ করলেও হারের পর তিনি স্বীকার করেন, ‘অতিরিক্ত আত্মবিশ্বাসই হারের কারণ।’ এসপির সাথে সমঝোতা বজায় রাখতে সম্প্রতি মায়াবতীর বাসভবনে প্রথম মুখোমুখি বৈঠক করেন অখিলেশ। এরপর তিনি জানান, ”জাতীয়তাবাদের নাম করে যারা মানুষকে ঠকাচ্ছে, তাদের বিরুদ্ধে খুব গুরুত্বপূর্ণ লড়াই এটা। এই শক্তিগুলির বিরুদ্ধে লড়াইয়ে দলিত ভাইয়েরা আমাদের সাহায্য করেছেন। মায়াবতীজি তাঁর দলের ভোট এসপি-র প্রার্থীর ঝুলিতে এনে দিয়েছেন। এ জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাতে চাই।” এই প্রসংগে কংগ্রেস নেতা পি এল পুনিয়া বলেন, ভবিষ্যতে কংগ্রেসও অ-বিজেপি জোটের শরিক হতে পারে। এ বিষয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্ব অবশ্য এখনও সিদ্ধান্ত নেননি। এদিকে অখিলেশ বিধান পরিষদীয় সদস্য আর এই পদের মেয়াদ খুব শিগ্রই শেষ হতে চলেছে। এই পদের নির্বাচন ও হবে খুব তাড়াতাড়িই। কিন্তু তাতে অখিলেশ অংশ নেবেন না বলে জানা গেছে। এই বিষয়ে বিএসপিকে আসন ছেড়ে দেওয়ার প্রশ্ন উঠলে তিনি স্পষ্টভাবে কিছু না জানিয়ে বলেন,”যে সিদ্ধান্তই হোক সেটা সকলের ভাল লাগবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!