এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতে পর্যবেক্ষক অর্ধেক, চিহ্নিতই হল না স্পর্শকাতর,অতি-স্পর্শকাতর বুথ

পঞ্চায়েতে পর্যবেক্ষক অর্ধেক, চিহ্নিতই হল না স্পর্শকাতর,অতি-স্পর্শকাতর বুথ


মনোনয়ন প্রক্রিয়া চালু হলেও এখনো রাজ্য নির্বাচন কমিশন চিহ্নিত করে উঠতে পারেনি স্পর্শকাতর, অতি- স্পর্শকাতর ও সাধারণ বুথ, এমনটাই অভিযোগ জানাচ্ছে বিরোধী শিবিরগুলি। এই তালিকা তৈরী করেন জেলাশাসক ও জেলা পুলিশ সুপাররা। কিন্তু এই তালিকা তৈরির নির্দেশ সবে মাত্র রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে এসেছে এবং তাদের কাছে কবে এই তালিকা আসবে সে নিয়ে কোনো স্পষ্ট ধারণা নেই, এমনটাই প্রশাসনিক সূত্রের খবর।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিকে দক্ষিণবঙ্গের ১২ টি জেলায় ১লা মে নির্বাচন। গত পঞ্চায়েত নির্বাচনে ১ লক্ষ ৬০ হাজার নিরাপত্তারক্ষীর মধ্যে দফাওয়ারি ৩৫ হাজার রাজ্য পুলিশ ও দফাওয়ারি ১৫ থেকে ২৫ হাজার কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দায়িত্বে ছিলেন। কিন্তু চলতি বছরে তা অর্ধেকের বেশি এক লাফে কমে যাওয়ায় প্রশ্ন তুলছে বিরোধী দল। গত পঞ্চায়েত নির্বাচনের তুলনায় এই বছর ১ লক্ষেরও বেশি নিরাপত্তাবাহিনীর ফারাক থাকতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। জানা গেছে এদিন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিংহ এবং এনডিজি অনুজ শর্মা বৈঠকে বসলেও এই বিষয় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!