এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতের আগে মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক সাফল্যের খতিয়ান তুলে ধরলেন অর্থমন্ত্রী

পঞ্চায়েতের আগে মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক সাফল্যের খতিয়ান তুলে ধরলেন অর্থমন্ত্রী

পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য সরকার অর্নৈতিক সাফল্যের তালিকা পেশ করলো। এদিন এই বিষয়ে অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, “মুখ্যমন্ত্রী জেলায় জেলায় ঘুরে যে-ভাবে প্রশাসনিক কাজকর্ম খুঁটিয়ে খুঁটিয়ে তদারক করেছেন, এই সাফল্য তারই ফল।” সদ্য শেষ হওয়া অর্থবর্ষ- এর (২০১৭-১৮) আয়- ব্যয়ের হিসাব অনুযায়ী পরিকল্পনা ও মূলধনী খাতে উল্লেখযোগ্য হারে বরাদ্দ টাকা ব্যয় করা হয়েছে সরকারের তরফ থেকে। জানা গেছে , গত বছরের মোট কর আদায় ৪৫ হাজার ৬৪৭ কোটি টাকা থেকে এই বছরে বেড়ে হয়েছে ৫২ হাজার ৯৭১ কোটি টাকা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বিশেষ ভাবে উল্লেখ্য, ২০১০-‘১১ তে মূলধনী খাতে খরচ ছিল ২২২৫ কোটি টাকার কিছু বেশি এবং তা ২০১৭-‘১৮ তে বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮৪ কোটি টাকা। এদিকে পরিকল্পনা খাতে ২০১০-‘১১ সালে খরচ হয় ১১ হাজার ৮৩৭ কোটি টাকার কিছু বেশি এবং ২০১৭-‘১৮ তে তা বেড়ে দাঁড়ায় ৫৭ হাজার ৭৭৮ কোটি টাকার কিছু বেশি। মূলধনী খাতে গত দুই বছরে রাজ্যের খরচ বেড়েছে ৫৯ শতাংশ এবং পরিকল্পনা খাতে বেড়েছে সাড়ে ১৬ শতাংশ। নির্বাচনের ঠিক আগেই এই তালিকা পেশ করার প্রশ্নে অর্থমন্ত্রী জানান, ”নতুন কোনও প্রকল্প বা কর্মসূচি ঘোষণা করা হয়নি। নির্বাচন ঘোষণা বা নির্বাচনী আচরণবিধির সঙ্গে এই তথ্যের কোনও সম্পর্ক নেই। ৩১ মার্চ ট্রেজারি বন্ধ হওয়ার পরে গোটা আর্থিক বছরের সামগ্রিক তথ্য জানানো হল।” সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, ‘নোট বাতিল এবং জিএসটি-র প্রতিকূল প্রভাব সত্ত্বেও গত আর্থিক বছরে আমরা উল্লেখযোগ্য ভাবে আর্থিক উন্নতি করতে পেরেছি।’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!