এখন পড়ছেন
হোম > রাজ্য > রাস্তায় দাঁড়িয়ে তৃণমূলের ‘উন্নয়ন’, ভয়ের মুখে থানায় নালিশ বিজেপি প্রার্থীর

রাস্তায় দাঁড়িয়ে তৃণমূলের ‘উন্নয়ন’, ভয়ের মুখে থানায় নালিশ বিজেপি প্রার্থীর


রাজ্যের শাসকদলের বিরুদ্ধে আবারও ‘দাদাগিরি’র অভিযোগ উঠলো। বীরভূমের মল্লারপুরে পঞ্চায়েত সমিতির বিজেপি মনোনীত প্রার্থী লিপিকা সোরেন তাঁর মনোনয়নপত্র পেশ করার পর থেকেই রাজ্যের শাসকদলের স্থানীয় কর্মীরা তাঁকে শাসাতে শুরু করে বলে অভিযোগ। এই ঘটনার কথা উল্লেখ করে লিপিকা সোরেন মল্লারপুর থানায় অভিযোগ দায়ের করেন।এই প্রসঙ্গে বিজেপি নেতৃত্বের দাবি যে রাস্তায় তৃণমূলের উন্নয়ন দাঁড়িয়ে আছে তাই ভয়ে আমাদের প্রার্থী পুলিশের দ্বারস্থ হয়েছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এলাকার তৃণমূল নেতৃত্বের বয়ান অনুযায়ী, বিজেপি মল্লারপুর ১ ও ২-এর প্রায় সব আসনে মনোনয়ন পত্র জমা করেছে। যদিও জেলার অন্য ব্লকের মতো মল্লারপুরের রাজনৈতিক পরিবেশ তৈরী হতো তাহলে বিজেপি এখানে মনোনয়নপত্র পেশ করতে পারতো না । মল্লারপুর থানার পুলিশ লিপিকা সোরেনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। উল্লেখ্য মাত্র কদিন আগেই তৃণমূল কংগ্রেস বীরভূম জেলা পরিষদের ৪২ টির মধ্যে ৪১ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। ১২ ই এপ্রিল রাজনগর আসন থেকে মনোনয়ন প্রত্যাহারের জন্য চিঠি দেন বিজেপি প্রার্থী চিত্রলেখা রায়। এবং পরের দিন অর্থাৎ ১৩ই এপ্রিল চিত্রলেখা দেবী তৃণমূলের বীরভূম জেলা সভাপতির সঙ্গে বোলপুরে দেখা করেন। বিজেপির তরফ থেকে অভিযোগ আনা হয়েছে শাসকদলের ভূমিকা রয়েছে এই মনোনয়ন প্রত্যাহারের ঘটনায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!