এখন পড়ছেন
হোম > রাজ্য > জিতেও দলবদল করে তৃণমূলে নাম লেখাবে বিরোধীরা -শুভেন্দুর মন্তব্য ঘিরে জল্পনা

জিতেও দলবদল করে তৃণমূলে নাম লেখাবে বিরোধীরা -শুভেন্দুর মন্তব্য ঘিরে জল্পনা


রাজ্যে পঞ্চায়েত নিয়ে সন্ত্রাসের অভিযোগ চলছেই। মনোনয়ন থেকে প্রার্থীপদ প্রত্যাহার ,আবার বিরোধী প্রার্থীদের তৃণমূলে যোগদান ও লেগেই আছে। জোর করে ভয় দেখিয়ে এই কাজ করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। রাজ্যের শাসকদল প্রায় স্লোগান তুলেছেন যে বিরোধী শুন্য পঞ্চায়েত চাই। ফলে বিরোধী শুন্য করতে উন্নয়নকে হাতিয়ার করেছে শাসকদল। এদিন মালদার চাঁচলে দলীয় প্রার্থীদের সমর্থনে এক সভায় যোগদান করেন তৃণমূলের নেতা ও রাজ্যের বর্তমান পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেখান থেকে জিতেও দলবদল করে তৃণমূলে নাম লেখাবে বিরোধীরা বলে ফের বিতর্ক ও জল্পনা দুইই বাড়ালেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন সভামঞ্চ থেকে তিনি বলেন, “যাঁরা বিজেপি বা কংগ্রেসের নাম নিয়ে ভোট চাইছেন তাঁরা যদি কোনওক্রমে মানুষের আর্শীবাদ নিয়ে জিতে যান, একমাসের মধ্যে তাঁরা দলবদল করে তৃণমূলে নাম লেখাবেন। লাভটা কিন্তু জনগণের হবে না। তৃণমূলের প্রার্থী জিতলে জনগণের লাভ হবে। আমরা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট নিচ্ছি। উন্নয়ন আপনারা আমাদের কাছ থেকে বুঝে নেবেন। আর অন্য কেউ জিতলে তাঁরা নিজের দলকে বুড়ো আঙুল দেখাবে। দলবদল করবে। লাভ সেই ব্যক্তির হবে। জনগণের হবে না।” আর এই দলবদলের কথাতেই শুরু বিতর্ক। বিরোধীরা “যাঁরা বিজেপি বা কংগ্রেসের নাম নিয়ে ভোট চাইছেন তাঁরা যদি কোনওক্রমে মানুষের আর্শীবাদ নিয়ে জিতে যান, একমাসের মধ্যে তাঁরা দলবদল করে তৃণমূলে নাম লেখাবেন।”এই মন্তব্যকে হাতিয়ার করে মাঠে নেমে পড়েছেন। প্রশ্ন তুলেছেন যে কি করে শুভেন্দুবাবু জানলেন যে বিরোধীরা জিতে দলবদল করবেন ? তবে কি ভয় দেখিয়ে অন্যান্য ভোটে যেমন বিরোধীদের প্রার্তীদের দলে টেনেছেন তেমন টানবেন? আর এটাই তার প্রছন্ন ইঙ্গিত দিলেন? অবশ্য বিরোধীদের এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল তাদের মতে শুভেন্দুবাবু আরো কথা বলেছেন সেটা যোগ করলে এই অভিযোগ টিকবে না। তাছাড়া তৃণমূলের উন্নয়ন দেখেই বিরোধীরা তৃণমূলে যোগ দিচ্ছেন। কাউকে জোর করা বা ভয় দেখানো হয়নি। এটা তৃণমূলের সংস্কৃতি নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!