এখন পড়ছেন
হোম > রাজ্য > নিরাপত্তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তৃণমূল সাংসদের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি

নিরাপত্তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তৃণমূল সাংসদের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি

তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের সরকারি বাংলোতে দুঃসাহসিক চুরি প্রশ্ন তুলেছে দিল্লির নিরাপত্তা ব্যবস্থার উপর।রাজনৈতিক সূত্রের খবর থেকে জানা যায়, দিল্লির পান্ডারা পার্কে তাঁর বাংলোতে হাই সিকিওরিটি থাকা সত্ত্বেও গভীর রাতে চুরি হয়। কেয়ারটেকারের অনুপস্থিতিতে জানলার কাঁচ ভেঙে ঘরে ঢুকে ৫ টি আলমারি তছনছ করে দেয় চোরের দল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

লুট হয়েছে লাখ খানেক নগদ টাকা এবং মোবাইল ফোন। এই চুরির ঘটনা বিমানবন্দরেই জানতে পারেন শতাব্দী রায়।যাচ্ছিলেন সংসদীয় কমিটিতে যোগ দিতে দিল্লি হয়ে জম্মুতে। হাতে সময় না থাকায় বাংলোতে যেতে পারেননি। তবে চুরির ঘটনায়য় মর্মাহত তিনি এবং আতঙ্কিতও। শতাব্দী রায়ের বাংলোর পাশেই থাকেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। এরকম হাই সিকিউরিটি এরিয়াতে চুরি ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। চুরির ঘটনার তদন্তে নেমেছেন দিল্লি পুলিশের ডিএসপি। ঘটনাস্থল থেকে হাতের ছাপ সহ যাবতীয় প্রমাণ সংগ্রহ করেছেন তদন্তকারীরা।জানা গেছে, ৫ ই মে দিল্লিতে ফিরবেন শতাব্দী রায় সংসদীয় বৈঠক করে আর তারপরই কথা বলবেন পুলিশের সাথে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!