এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতের আগে বিরোধী শিবিরে বড়সড় ধাক্কা দিয়ে আরেক বিধায়ককে দলে নিচ্ছে তৃণমূল

পঞ্চায়েতের আগে বিরোধী শিবিরে বড়সড় ধাক্কা দিয়ে আরেক বিধায়ককে দলে নিচ্ছে তৃণমূল

গত সোমবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির বৈঠকে গঙ্গারামপুরের কংগ্রেস বিধায়ক গৌতম দাস তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের মাত্র কদিন আগে কংগ্রেসের বিধায়ক এই দল পরিবর্তনের ঘটনায় কার্যতই হতবাক জেলার দলীয় কর্মীরা।জানা গেছে রাজ্যসভা ভোটার দিন নিজেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তিনি তৃণমূলে যোগদানের ইচ্ছাপ্রকাশ করেছিলেন। এবার সেই ইচ্ছারই মর্যাদা দিয়ে তাঁকে তৃণমূলে বরণ করে নেওয়া হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এ প্রসঙ্গে যদিও গৌতম বাবু কাউকেই কোনো প্রশ্নের জবাব দিলেন না। এই ঘটনা নিসন্দেহেই রাজ্যবাসীর মনে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক রণনীতি বিষয়ে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। কারণ একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লী সফর করছেন অবিজেপি জোট গড়ার উদ্দেশ্যে কংগ্রেস সহ আঞ্চলিক দলগুলির সাথে সম্পর্ক দৃঢ় করতে । অন্যদিকে রাজ্যে কংগ্রেস দলত্যাগ করে বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। স্বাভাবিক কারণেই এ হেন বৈপরীত্য সাধারণ মানুষ কে রাজনৈতিক মনস্ক করে তুলছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!