এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিজেপির সঙ্গে পঞ্চায়েতে কড়া টক্কর হতে চলেছে ‘বিক্ষুব্ধ’ তৃণমূলীদের, মিলল আভাস

বিজেপির সঙ্গে পঞ্চায়েতে কড়া টক্কর হতে চলেছে ‘বিক্ষুব্ধ’ তৃণমূলীদের, মিলল আভাস

প্রাক নির্বাচনী বিভিন্ন সমীক্ষা রিপোর্টের ভিত্তিতে জানা যাচ্ছে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলই জিতছে। এবারের লড়াই মূলতঃ বিজেপি বনাম বিক্ষুব্ধ তৃণমূলের। এবারে তৃণমূল কংগ্রেস , সিপিএম, কংগ্রেস ও অন্যান্য বামপন্থী দলের ভোট প্রাপ্তির হার কমলেও নজরকাড়াভাবে বিজেপি ও নির্দল প্রার্থীদের ভোট প্রাপ্তির হার বৃদ্ধি পাচ্ছে। গতবারের পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের নিরিখে এবারে বিজেপি দলের ভোট প্রাপ্তির সম্ভবনা চোখে পড়ার মতো অঙ্কে বাড়তে চলছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবিবি আনন্দ-সি ভোটারের সমীক্ষা রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে  এবার বিজেপি ৩ শতাংশ থেকে ভোট বাড়িয়ে ২৪ শতাংশে নিয়ে যাচ্ছে। সেখানে মাত্র ২০ শতাংশ ভোট প্রাপ্তির সম্ভবনা বিক্ষুব্ধ তৃণমূল বা নির্দল বা অন্যান্যদের । উল্লেখ্য, গতবার মাত্র ১ শতাংশ ভোট গিয়েছিল নির্দলের ঝুলিতে। এবার ২০ গুণ ভোট বাড়াতে পারেন নির্দল প্রার্থীরা। আর বিজেপি ভোট বাড়াচ্ছে ৮ গুণ। তবে ভোটবৃদ্ধির নজিরে এবার বিজেপিকেও টেক্কা দিতে চলেছেন বিক্ষুব্ধ তৃণমূলীরা। প্রাক নির্বাচনী সমীক্ষায় আরো জানা যাচ্ছে যে এবার রাজ্যের শাসকদলের ভোট কমছে । ২০১৩ সালের নির্বাচনে পাওয়া ৪৪ শতাংশ ভোট এবারে কমে ৩৫ শতাংশে পৌঁছে যেতে পারে। ভোট কমতে পারে সিপিএম সহ অন্যান্য বাম শরিকদের ও। বাম দলগুলির সম্মিলিতভাবে ভোট প্রাপ্তির সম্ভবনা ১৪ শতাংশ। যা গত পঞ্চায়েত নির্বাচনের তুলনায় ২৫ শতাংশ কম। এই কমে যাওয়া অঙ্ক টা যোগ হয়ে যাচ্ছে বিজেপির ঝুলিতে। প্রদেশ কংগ্রেসের ভোট গত পঞ্চায়েত নির্বাচনে যেখানে ছিলো ১৩ শতাংশ এবারে সেটা কমে হয়ে যেতে পারে ৫ শতাংশ। এই হ্রাসপ্রাপ্তির অঙ্ক টা এক্ষেত্রে যোগ হওয়ার সম্ভবনা  তৃণমূল ও বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থীদের ভোটবাক্সে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!