এখন পড়ছেন
হোম > রাজ্য > বাইরে ‘রাস্তায় উন্নয়ন’ আর ভিতরে ‘ভাড়াটে প্রার্থী’ – বিরোধীদের ‘নক-আউট’ শাসকের

বাইরে ‘রাস্তায় উন্নয়ন’ আর ভিতরে ‘ভাড়াটে প্রার্থী’ – বিরোধীদের ‘নক-আউট’ শাসকের

বাইরে ‘রাস্তায় উন্নয়ন’ আর ভিতরে ‘ভাড়াটে প্রার্থী’ – বিরোধীদের ‘নক-আউট’ শাসকের। মনোনয়ন পর্বের শুরুতে বিরোধীদের ওপর হামলা করে বিডিও অফিস পর্যন্তই পৌঁছাতে না দেওয়ার অভিযোগ ওঠে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। এবার এই অভিযোগের পাশাপাশি বুথ জ্যামের মতো ‘বিডিও অফিস’ জ্যামের অভিযোগ উঠলো শাসক দলের দিকে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

অভিযোগ উঠেছিল শাসক দলের সন্ত্রাসে বিরোধীরা ঠিক মতো মনোনয়ন জমাই দিতে পারেনি অনেক জায়গায় । আর তাই হাইকোর্টের নির্দেশে মনোনয়ন জমা দেওয়ার সময় একদিন বাড়ানো হয়। কিন্তু ওইদিন মনোনয়ন শুরু হওয়ার আগেই আলিপুর সহ বিভিন্ন জেলায় মনোনয়ন জমা দেওয়ার কেন্দ্রে বহিরাগতদের ভিড় চোখে পরে। জানা গেছে, এই বহিরাগতদের বাইকে করে ঢুকতে দেখা যায় আলিপুর প্রশাসনিক ভবনের ভিতরে। এক্ষেত্রে তৃণমূলের কর্মী সমর্থকদের দাবি আমরাও মনোনয়ন জমা দেব তো। এক একেকটি কেন্দ্রে আমাদেরই শ’খানেক করে প্রার্থী মনোনয়ন জমা দিতে যাবেন। কর্মীদের অনেকে আবার বলছেন যে প্রার্থীরা ভাড়া করা। তৃণমূলের ভাড়া করা প্রার্থীদের পরিকল্পনা অনুযায়ী, তারা মনোনয়ন পত্র নিয়ে ভিড় করবেন অফিসের সামনে এবং তাদের মধ্যে কেউ কেউ গিয়ে অফসারদের সঙ্গে ইচ্ছে করে বচসায় জড়াবেন যাতে বিরোধী প্রার্থীরা মনোনয়ন জমা দেওয়ার সুযোগই না পায়। বেছে বেছে নাকি কয়েকটি জায়গায় এমন ব্যবস্থা করে রেখেছে তৃণমূল শিবির। যদিও তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের পক্ষ থেকে এই পরিকল্পনার অভিযোগ অস্বীকার করা হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার বাড়তি সময় শুরু হওয়া থেকেই বিভিন্ন জেলায় বিরোধী প্রার্থীদের মারধর এবং তাদের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ আসে। তবে রাজ্য নির্বাচনের নির্দেশ অনুযায়ী থেকে ওইদিন বেলা ৩টে পর্যন্ত বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!