এখন পড়ছেন
হোম > রাজ্য > “আচ্ছে দিন”কেন্দ্রের আর রাজ্যের বিঁধলেন সুজন

“আচ্ছে দিন”কেন্দ্রের আর রাজ্যের বিঁধলেন সুজন

কলকাতা প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। সেখানে তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অর্থ কেলেঙ্কারী ঘটনার প্রেক্ষিতে বললেন , “সবথেকে সরব মোদি ভয়ঙ্কর নীরব হয়ে গেছেন। নীরব মোদির কল্যাণে। আসলে আদানি-আম্বানি বাঁদিকে-ডানদিকে। বিজয় মাল্য তো বটেই। মেহুল চোকসি-নীরব মোদি এই নিয়েই আচ্ছে দিন। সাধারণ মানুষের বিপদ। PPF-এ সুদের হার কমবে। নরেন্দ্র মোদির আচ্ছে দিন নীরব মোদি-আদানি-আম্বানীদের জন্য। দুর্ভাগ্য হচ্ছে লুটেরারাই ওদের বন্ধু।” শুধু এই নয় রাজ্য সরকারের বিরুদ্ধে কটুক্তি করতেও বিরত হননি । তিনি বললেন, একই অবস্থা এরাজ্যে। লুটের যারা কারিগর তারা তৃণমূল কংগ্রেসের সম্পদ। মেহুল চোকসিকে রেড কার্পেটে অভ্যর্থনা দিয়েছেন আমাদের রাজ্যের অর্থমন্ত্রী। রাজ্যের জন্য নয়। লুটেরাদের পাহারাদার। দিল্লিও তাই, রাজ্যও তাই। আমরা যা দেখতে পাচ্ছি তা কিছুই না। আরও অনেক কিছু আছে যা আমরা দেখতে পাচ্ছি না। এটা প্রকাশিত হয়েছে তাই আমরা জানতে পেরেছি। এর থেকে শতগুণ রয়েছে যা প্রকাশিত হচ্ছে না। প্রধানমন্ত্রীর যেটা বলা উচিত সেটা বলবেন না। প্রতিরক্ষামন্ত্রী প্রতিরক্ষা চুক্তি নিয়ে চুপ করে থাকবেন। শিক্ষামন্ত্রী শিক্ষাগত যোগ্যতা নিয়ে চুপ থাকবেন। বলবেন কোন বিষয় নিয়ে? যেসব তাঁদের বলার কথা, সেসব তাঁরা বলবেন না। কারণ, বলার যোগ্যতা তাঁদের নেই।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!