এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > অধীর-গড়ে বড় ধাক্কা তৃণমূলের, জেনে নিন বিস্তারিত

অধীর-গড়ে বড় ধাক্কা তৃণমূলের, জেনে নিন বিস্তারিত


লোকসভা নির্বাচনে এবার তৃণমূলের ফলাফল খুব একটা ভাল হয়নি। আর দলের এই খারাপ ফলাফলের পরই দলীয় নেতার একাংশের বিরুদ্ধে দলের কর্মীরা ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে বিভিন্ন জায়গায়। যার জেরে ক্রমশ অস্বস্তি বাড়ছে শাসকদলের।

শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় তৃণমূল ছেড়ে একাধিক জনপ্রতিনিধিরা বর্তমানে বিজেপিতে যোগ দিতেও শুরু করেছে। আর এই পরিস্থিতিতে এবার তৃণমূল পরিচালিত ডোমকল পৌরসভার চেয়ারম্যান সৌমিক হোসেনের বিরুদ্ধে সেখানকার 13 জন তৃণমূল কাউন্সিলর অনাস্থা প্রস্তাব আনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হল।

বস্তুত, 21 আসন বিশিষ্ট এই ডোমকল পৌরসভায় 13 জনই চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন। আর যার জেরে এখন এই বোর্ডের ভবিষ্যত ঘিরে তৈরি হয়েছে প্রশ্ন। জানা গেছে, ইতিমধ্যেই চেয়ারম্যান সৌমিক হোসেনের বিরুদ্ধে 13 জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাবের সই করে তা মহকুমাশাসকের কাছে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু কেন হঠাৎ চেয়ারম্যানের বিরুদ্ধে দলীয় কাউন্সিলররা এভাবে অনাস্থা নিলেন!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূল সূত্রের খবর, বিগত বেশ কিছুদিন ধরেই চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে সরব হয়েছিলেন তৃণমূলের কাউন্সিলররা। এমনকি দফায় দফায় এই ব্যাপারে বৈঠক করেও কোনরূপ সমাধানসূত্র মেলেনি। আর তাই অবশেষে তারা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে বাধ্য হলেন। আর যদি 21 জন কাউন্সিলরের মধ্যে 13 জনই চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন এবং তা যদি গৃহীত হয়, তাহলে এই ডোমকল পৌরসভার ভবিষ্যৎ কি হবে এখন তা নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, রাজ্যে দলবদলের যে হিড়িক শুরু হয়েছে, তাতে মুর্শিদাবাদের অন্যতম ডোমকল পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলরদের অনাস্থা সেই দলবদলের জল্পনাকে আরও বেশি পরিমাণে উস্কে দিচ্ছে। আর যদি তৃণমূলের এই 13 জন কাউন্সিলার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনার পর তৃণমূল ছেড়ে অন্য কোনো দলে যোগদান করেন, তাহলে অধীর চৌধুরীর গড়ের বিখ্যাত এই পৌরসভা যে শাসকদলের হাতছাড়া হতে চলেছে, সেই ব্যাপারে সন্দেহ নেই কারোরই। সব মিলিয়ে এখন ডোমকল পৌরসভার 13 জন তৃণমূল কাউন্সিলর ঠিক কোন পথ বেছে নেন, সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!