এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরাতে অবশেষে মিলতে চলেছে বড়সড় স্বস্তি, হাঁফ ছাড়ছে গেরুয়া শিবির

ত্রিপুরাতে অবশেষে মিলতে চলেছে বড়সড় স্বস্তি, হাঁফ ছাড়ছে গেরুয়া শিবির

দাবি ছিল আইপিএফটি সদস্যদের মধ্যে কাউকে মুখমন্ত্রী বা উপ-মুখমন্ত্রী পদে বসানোর। এদিকে ত্রিপুরা জিতে বিজেপি দলের জিষ্ণু দেববর্মার নাম উপ-মুখমন্ত্রী পদের জন্য ঘোষিত গেরুয়া শিবিরের তরফ থেকে। অথচ বিজেপি জোটসঙ্গী আইপিএফটির প্রধান এন সি দেববর্মা নিজে টাকারজলা কেন্দ্রে ১২,৬৫২ ভোটে জিতেছেন। জানা গেছে, পরিস্থিতির সুরাহা করতে আগরতলায় একটি ঘরোয়া বৈঠক বসানো হয়। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার দায়িত্বপ্রাপ্ত হিমন্তবিশ্ব শর্মা, বিজেপি নেতাগণ ও আইপিএফটির নেতারা। এদিন আইপিএফটির মন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন উঠলে এন সি জানান, ”শপথ গ্রহণের দিন পর্যন্ত অপেক্ষা করুন!” এদিন আলোচনা সভা সুষ্টভাবে সম্পন্ন হয়েছে বলেই জানান তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!