এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পিবি এক্সক্লুসিভ – ঘড়ির কাঁটা ধরে অমিত শাহের বঙ্গ-সফরের সমগ্র সূচি – কোথায়-কখন?

পিবি এক্সক্লুসিভ – ঘড়ির কাঁটা ধরে অমিত শাহের বঙ্গ-সফরের সমগ্র সূচি – কোথায়-কখন?

রাত পোহালেই রাজ্যে আসছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ। ইতিমধ্যেই যা নিয়ে উন্মাদনা তুঙ্গে উঠেছে গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে। এর মাঝেই প্রিয় বন্ধু মিডিয়ার হাতে এল এক্সক্লুসিভলি অমিত শাহের দুদিনের ঠাসা কর্মসূচি যা তৈরী হয়েছে তাঁর দিল্লির অফিস থেকে। একনজরে দেখে নিন আগামী দুদিন কোথায় কখন থাকবেন গেরুয়া শিবিরের সর্বাধিনায়ক –

২৭ শে জুন, বুধবার
দুপুর ১২:০০ টা – কলকাতায় আগমন (কলকাতা বিমানবন্দরে দায়িত্ত্বে সঞ্জয় সিং, তুষার ঘোষ ও গৌতম চৌধুরী)
দুপুর ১২:১৫ টা – পোর্ট গেস্ট হাউসে মাধ্যাহ্নভোজন (দায়িত্ত্বে দীপাঞ্জন গুহ ও মৌসুমী বিশ্বাস)
দুপুর ১:০০ টা – পোর্ট গেস্ট হাউসেই ইলেকশন ম্যানেজমেন্ট টিমের সঙ্গে একান্তে বৈঠক (দায়িত্ত্বে দেবশ্রী চৌধুরী)
বিকেল ৩:৪৫ টা – হাওড়ার শরৎ সদনের উদ্দেশ্যে রওনা (দায়িত্ত্বে দেবশ্রী চৌধুরী)
বিকেল ৪:০০ টা – হাওড়ার শরৎ সদনে আইটি ও সোশ্যাল মিডিয়া সেলের সঙ্গে বৈঠক (দায়িত্ত্বে প্রতাপ ব্যানার্জী, উজ্জ্বল পরীক, জয় মল্লিক)
বিকেল ৫:০৫ টা – বিড়লা সভাঘরের উদ্দেশ্যে রওনা (দায়িত্ত্বে প্রতাপ ব্যানার্জী)
বিকেল ৫:৩০ টা – বিড়লা সভাঘরে বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক (দায়িত্ত্বে সায়ন্তন বসু)
সন্ধ্যে ৭:০০ টা – আশুতোষ শতবার্ষিকী হলের উদ্দেশ্যে রওনা (দায়িত্ত্বে সায়ন্তন বসু)
সন্ধ্যে ৭:৩০ টা – আশুতোষ শতবার্ষিকী হলে বিস্তারক বৈঠক (দায়িত্ত্বে দীপাঞ্জন গুহ)
রাত ৮:৩০ টা – পোর্ট গেস্ট হাউসের উদ্দেশ্যে রওনা (দায়িত্ত্বে দীপাঞ্জন গুহ)
রাত ৮:৪৫ টা – পোর্ট গেস্ট হাউসে নৈশাহার (দায়িত্ত্বে দীপাঞ্জন গুহ ও মৌসুমী বিশ্বাস)

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

২৮ শে জুন, বৃহস্পতিবার
সকাল ৭:০০ – পোর্ট গেস্ট হাউসে প্রাতরাশ (দায়িত্ত্বে দীপাঞ্জন গুহ ও মৌসুমী বিশ্বাস)
সকাল ৯:০০ – কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা (দায়িত্ত্বে দিলীপ ঘোষ)
সকাল ১০:১০ – কলকাতা এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে তারাপীঠের উদ্দেশ্যে রওনা (দায়িত্ত্বে দেবশ্রী চৌধুরী)
সকাল ১১:০০ – তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে রওনা (দায়িত্ত্বে রাজু ব্যানার্জী)
সকাল ১১:১০ – তারাপীঠ মন্দিরে পুজো (দায়িত্ত্বে রাজু ব্যানার্জী ও শ্যামাপদ মন্ডল)
সকাল ১১:৩০ – স্থানীয় কার্যকর্তার বাড়িতে মধ্যাহ্নভোজ (দায়িত্ত্বে রাজু ব্যানার্জী ও শ্যামাপদ মন্ডল)
দুপুর ১২:৪৫ – হেলিকপ্টারে করে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা (দায়িত্ত্বে রাজু ব্যানার্জী ও শ্যামাপদ মন্ডল)
দুপুর ১:৩০ – পুরুলিয়ায় বুথ মিটিংয়ের জন্য রওনা (দায়িত্ত্বে সুভাষ সরকার)
দুপুর ১:৪৫ – পুরুলিয়ায় বুথ মিটিং (দায়িত্ত্বে সায়ন্তন বসু)
দুপুর ৩:০০ – পুরুলিয়ায় জনসভা (দায়িত্ত্বে সায়ন্তন বসু)
বিকেল ৪:০০ – হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা (দায়িত্ত্বে সায়ন্তন বসু ও সুব্রত চ্যাটার্জী)
বিকেল ৪:১৫ – হেলিকপ্টারে করে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা (দায়িত্ত্বে দিলীপ ঘোষ)
বিকেল ৫:০০ – দুর্গাপুর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা (দায়িত্ত্বে দিলীপ ঘোষ)

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!