এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > দলবদল নিয়ে বিজেপি-অনুব্রতর জোর চাপানউতোর, তীব্র চাঞ্চল্য রাজ্যে

দলবদল নিয়ে বিজেপি-অনুব্রতর জোর চাপানউতোর, তীব্র চাঞ্চল্য রাজ্যে


লোকসভা নির্বাচনে সারা রাজ্যে যেমন তৃণমূলের আসন কমেছে, ঠিক তেমনই বীরভূম জেলার দুটি লোকসভা আসন তৃনমুল দখল করলেও একাধিক পঞ্চায়েত ও পৌরসভায় তাদের খারাপ ফলাফল অস্বস্তিতে ফেলেছে শাসক শিবিরের নেতাদের। আর লোকসভা নির্বাচনে তৃনমূলের খারাপ ফলাফলের পরই শাসকদল ভাঙতে শুরু করে।

খোদ অনুব্রত মণ্ডলের গড়ে দলের এই ভাঙ্গনে হতচকিত হয়ে যায় প্রত্যেকেই। কিছুদিন আগেই গত শনিবার বীরভূমের ময়ূরেশ্বর 1 পঞ্চায়েত সমিতির ডাবুক গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান কল্যানী গোস্বামী, উপপ্রধান পলাশ রজক সহ 5 তৃনমূল সদস্য বিজেপিতে যোগদান করেন। পাশাপাশি ডাবুক পঞ্চায়েতের দুবার তৃণমূল প্রধান কল্যাণী গোস্বামীর ছেলে তিমির গোস্বামীও গেরুয়া শিবিরে নাম লেখান। আর এই ঘটনার পরই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

এদিকে ডাবুক পঞ্চায়েতের একাধিক সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পরই মঙ্গলবার সিউড়িতে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, “যে চারজন বিজেপিতে যোগদান করেছিলেন, তাদের দুজন চলে এসেছেন। যারা বিজেপিতে যোগদান করছেন, সবাই সিপিএমের লোক। লোকসভা নির্বাচনে এরাই বিজেপির ভোট করেছে।”

কিন্তু সত্যিই কী তাঁরা তাহলে বিজেপি থেকে ফের তৃণমূলে ফিরলেন! এদিন এই প্রসঙ্গে দলবদলকারী তিমির গোস্বামী বলেন, “আমরা সকলেই তৃণমূলের ব্লক নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করে বিজেপিতে যোগ দিয়েছি। আর এখনও বিজেপিতে রয়েছি। তাই কে কি বললেন, সেই ব্যাপারে আমরা কিছু জানি না।” কিন্তু তাহলে কার কথা ঠিক! কার দখলে রয়েছে এই ডাবুক পঞ্চায়েত! তা নিয়েই এখন বীরভূম জেলায় চলছে জোর চর্চা।

বিজেপির দাবি, পঞ্চায়েত হাতছাড়া হওয়ার আশঙ্কাতেই অনুব্রত মণ্ডল এখন মিথ্যা কথা বলতে শুরু করেছেন। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে লোকসভা নির্বাচনের পর রাজ্যে দলবদলের যে হিড়িক বাড়তে শুরু করেছে, তাতে তৃণমূল রীতিমতো কোণঠাসা হয়ে পড়ছে। আর তাই তো নিজের গড়ে বিজেপির প্রভাব মুক্ত করতে ডাবুক পঞ্চায়েত বিজেপির দখলে চলে গেলেও সকলেই তৃণমূলে ফিরে এসেছেন বলে গোটা ব্যাপারটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেন অনুব্রত মণ্ডল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!