এখন পড়ছেন
হোম > জাতীয় > অটল বিহারির স্মরণেই কি লোকসভা বৈতরণী পার করার চেষ্টা, বিজেপির নতুন স্লোগান ঘিরে জল্পনা

অটল বিহারির স্মরণেই কি লোকসভা বৈতরণী পার করার চেষ্টা, বিজেপির নতুন স্লোগান ঘিরে জল্পনা


বেশ কয়েকদিন ধরে বিরোধীদের অভিযোগ আসছিল বাজপেয়ীর মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি। কিন্তু সেইসব খবরকে পাত্তা না দিয়েই পুরোদস্তুর অটল আবেগকে কাজে লাগাতে আসরে নেমে পড়ল গেরুয়া শিবির। কার্যকারিণী সভার প্রথম দিন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ স্লোগান দিয়েছিলেন অজেয় ভারত। দ্বিতীয় দিন সেই স্লোগানের সঙ্গে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয়া সংযোজন অটল বিজেপি। এর আগে ২০১৪ সালে বিজেপির স্লোগান ছিল ‘আচ্ছে দিন’| সেই সাফল্যের পর উনিশের ভোটের জন্য গেরুয়ার নতুন স্লোগান হলো ‘অজেয় ভারত, অটল বিজেপি।’

কার্যকারিণী সভার দ্বিতীয় দিন বক্তব্য় রাখলেন প্রধানমন্ত্রী তথা দলনেতা নরেন্দ্র মোদী| তাঁরই বক্তব্যের বর্ণনা করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ জানিয়েছেন যে, প্রধানমন্ত্রীর কাছে ২০১৯-এ বিরোধী জোটকে কোনো চ্যালেঞ্জই নয়| কারণ প্রধানমন্ত্রী মনে করেন যে আঞ্চলিক দলগুলি কোনওভাবেই কংগ্রেসের নেতৃত্ব স্বীকার করবেন না। এছাড়াও তাঁর মনে হয় বিরোধী জোটের নেতৃত্বের কোনও ঠিকানা নেই, নীতি অস্পষ্ট, আর লক্ষ্যভ্রষ্ট। মোদির কথায় যারা আগে মুখ দেখাদেখি করতেন না তাঁরা জোট বাঁধছে শুধুমাত্র বিজেপিকে আটকানোর জন্য|

কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী দাবি করেন, “বিরোধীরা কোনও চ্যালেঞ্জই নয়, গণতন্ত্রে বিরোধী থাকা প্রয়োজন, কিন্তু যে দলটা শাসক হিসেবে এতদিন ব্যর্থ হয়েছে, তাঁরা এখন বিরোধী হিসেবেও ব্যর্থ।” বিজেপি সভাপতি অমিত শাহ এইদিন দাবি করে বলেন য শুধু ২০১৯ নয় আগামী ৫০ বছর বিজেপিই দেশের শাসক হবে।

অমিত শাহ জোর গলায় দাবি জানিয়ে বলেন, “এটা আমাদের দম্ভ নয়, আমরা যা কাজ করেছি তাঁর ভিত্তিতেই বলছি, আগামী ৫০ বছর আমরাই দেশ শাসন করব।” তবে জোটকে হালকা ভাবে নিলেও বিরোধী জোট ভাঙার কৌশলও শুরু হয়েছে বিজেপি নেতাদের মধ্যে| কানাঘুষো খবর আসছে সরকার দলিত নেতা কাশীরামকে ভারতরত্ন দেওয়ার চিন্তাভাবনা করছে শুধুমাত্র মায়াবতীকে দলে টানার জন্য| তবে এখন বিজেপির নতুন স্লোগানই দখল করেছে শিরোনাম|

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

বিশেষজ্ঞদের মতানুযায়ী এই নতুন স্লোগানের দ্বারা বিজেপি চেষ্টা করছে যাতে এক ঢিলে দুই পাখি মারা যায়| একদিকে, অজেয় ভারতে জাতীয়তাবাদ এবং দেশপ্রেমের প্রকাশ, আবার অন্যদিকে অটল বিজেপির স্লোগানে বাজপেয়ী আবেগ এবং সহানুভূতিকে কাজে লাগানোর চেষ্টা করছে মোদিজি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!