এখন পড়ছেন
হোম > জাতীয় > বাবুল সুপ্রিয়কে হেনস্থার অভিযোগে ভর্ৎসনার মুখে স্বরাষ্ট্রসচিব ও পুলিশ কমিশনার

বাবুল সুপ্রিয়কে হেনস্থার অভিযোগে ভর্ৎসনার মুখে স্বরাষ্ট্রসচিব ও পুলিশ কমিশনার

আবার নতুন করে বিতর্কের মুখে রাজ্যের স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য এবং কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। সূত্রের খবর, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে নানা ভাবে পুলিশি হেনস্থার অভিযোগ আছে তাঁদের নামে। আর তাই লোকসভার এক বিশেষ কমিটি তাঁদের বিরুদ্ধে কোনও রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগে তাঁদের বক্তব্য জানতে চান। এর আগে তিন-তিনবার নোটিশ পাঠানো হলেও তাঁরা হাজিরা দেননি, আর তাই আজ শেষ সুযোগ হিসাবে তাঁদের দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে।
সূত্র মারফত জানা যাচ্ছে, বছর খানেক আগে একটি টেলিভিশন চ্যানেলের বিতর্কে অংশ নিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েন কেন্দ্রীয় বাবুল সুপ্রিয় ও তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্র। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে মহুয়া দেবী পুলিশে অভিযোগ করেন ‘মহিলার সম্মানহানির’ অভিযোগ এনে। তার পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় মন্ত্রীকে পুলিশি হেনস্থার মুখে পড়তে হয় বলে বাবুল সুপ্রিয় অভিযোগ করেন। লোকসভার কমিটি পুরো ব্যাপারটা খতিয়ে দেখছে। প্রসঙ্গত, এই কমিটির অন্যতম সদস্য তৃণমূলের চৌধুরী মোহন জাটুয়া। সূত্র মারফত জানা যাচ্ছে ওই কমিটি পরিষ্কার জানিয়েছে, কমিটি রাজ্যের দুই অফিসারের আচরণ বরদাস্ত করছে না, তাঁদের কাজ কমিটির অধিকারভঙ্গ এবং মর্যাদাহানির সামিল বলে মনে হয়েছে। যদি তাঁরা না আসেন তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কমিটি এই বার্তা অফিসিয়ালি নবান্নে পৌঁছে দিয়েছে বলে জানা যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!