এখন পড়ছেন
হোম > রাজ্য > বাগদা সীমান্তে বড় সাফল্য বিএসএফের, কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার, জালে পাচারকারীও

বাগদা সীমান্তে বড় সাফল্য বিএসএফের, কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার, জালে পাচারকারীও

ফের রাজ্যের বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হল এক কোটি টাকার সোনার বিস্কুট। সোমবার বাগদার সীমান্ত থেকে এই ঘটনায় এক সোনা পাচারকারীকে আটক করল বিএসএফ। সূত্রের খবর, বিশিষ্ট জায়গা মারফত খবর পেয়ে গত সোমবার সকাল থেকেই সারা এলাকা জুড়ে কড়া নজরদারি শুরু করে বিএসএফ।

আর এই নজরদারি চালানোর সময়ই তাদের চোখে পড়ে যে, একেবারে সীমান্তের কাছে গিয়ে এক ব্যক্তি একজন বাংলাদেশীর সাথে কথা বলছেন। এদিকে দুজনের মধ্যে কথোপকথন শেষ হয়ে গেলে সেই বাংলাদেশি যখন নিজেদের দেশের দিকে চলে যায় ঠিক তখনই এই ব্যক্তি এদিকে আসতে থাকে। তখনই সেই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তারা শুরু হয় তল্লাশি।

দেখা যায়, ওই ব্যক্তির ডান পায়ে নি ক্যাপের ভেতরে 26 টি সোনার বিস্কুট রয়েছে। জানা গেছে, 3 কেজি 60 গ্রাম ওজনের এই 26 টি সোনার বিস্কুটের মূল্য প্রায় 95 লাখ 16 হাজার 600 টাকা। এদিকে ধৃতকে আটক করে ইতিমধ্যেই বাগদা থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ।

পুলিশ সূত্রের খবর, ধৃত লোকমান পালের বাড়ি উত্তর 24 পরগনা জেলায়। এদিকে এখনও পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় 25 কেজি 883 গ্রাম সোনা উদ্ধার করল বিএসএফ। শুধু তাই নয় এই সোনা পাচারের জন্য ইতিমধ্যেই 10 জনকে গ্রেপ্তার করেছে তারা।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনই জানিয়েছেন বিএসএফ কর্তারা। সব মিলিয়ে এবার বাগদা সীমান্তে সোনার বিস্কুট পাচারে এক ধৃতকে গ্রেপ্তার করে বড়সড় সাফল্য পেল বিএসএফ’।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!