এখন পড়ছেন
হোম > জাতীয় > বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদকে নিয়ে মার্কিনি রিপোর্টে বড়সড় অস্বস্তিতে গেরুয়া শিবির

বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদকে নিয়ে মার্কিনি রিপোর্টে বড়সড় অস্বস্তিতে গেরুয়া শিবির


সম্প্রতি মার্কিনি গোয়েন্দা সংস্থা CIA বিজেপি প্রভাবিত কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদকে ‘ধর্মীয় জঙ্গী সংগঠন’ বলে উল্লেখ করে। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় বিজেপি শীর্ষ নেতৃত্বরা। CIA এই খেতাবকে ঠিকভাবে মেনে নিচ্ছে না গেরুয়া শিবির। দাবীতে তাঁরা জানিয়েছেন যে হিন্দুত্ববাদের সমর্থক হলেও ওই দুটো সংগঠন জাতীয়তাবাদের আদর্শেই পরিচালিত। মার্কিনি সংস্থার এই আপত্তিকর মন্তব্য করার জন্য তাঁদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আইনি পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় গেরুয়া শিবির। এমনটাই জানা যাচ্ছে জাতীয় স্তরের রাজনৈতিক খবর থেকে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রসঙ্গত,১৯৭৫ সাল থেকেই CIA ‘ওয়াল্ড ফ্যাক্টবুক’ নামে একটি তথ্যসংকলন প্রকাশ করে। তাতে নথিবদ্ধ থাকে বিশ্বের বিভিন্ন প্রান্তের ২৬৭ টি দেশের নানান তথ্য। এই তথ্যের উপর ভিত্তি করেই  মার্কিন প্রশাসন ও সে দেশের বিভিন্ন সংগঠন বিভিন্ন দেশের রাজনৈতিক দল বিষয়ে রিপোর্ট পেশ করে। সেই রিপোর্টেই ভিএইচপি ও বজরং দল উঠে এসেছে ‘ধর্মীয় জঙ্গি সংগঠন’ দল হিসাবে। আরএসএস-কে বলা হয়েছে ‘জাতীয়তাবাদী সংগঠন’,হুরিয়ত কনফারেন্সকে নাম দেওয়া হয়েছে ‘বিচ্ছিন্নতাবাদী সংগঠন’ এবং জমায়েত উলেইমা হিন্দ উঠে এসেছে ‘ধর্মীয় সংগঠন’ হিসাবে। তিনিটি সংগঠনই উল্লিখিত হয়েছে ‘রাজনৈতিক প্রভাবশালী’ দল হিসাবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!