এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভাঙড়ে পাওয়ার গ্রিডের কাজ এগিয়ে নিয়ে যেতে আন্দোলনকারীদের কথা ভেবে নতুন রফাসূত্র – সমাধান মিলবে কি?

ভাঙড়ে পাওয়ার গ্রিডের কাজ এগিয়ে নিয়ে যেতে আন্দোলনকারীদের কথা ভেবে নতুন রফাসূত্র – সমাধান মিলবে কি?


আংশিক অচলাবস্থা কাটল ভাঙড়ে পাওয়ার গ্রিডের কাজের। প্রকল্পের আভ্যন্তরীন কাজের ধারাবাহিকতা বজায় থাকবে। কেবল বন্ধ রাখা হবে বাইরের পরিকাঠামো তৈরির কাজ। এদিন জমি জীবিকা বাস্তুতন্ত্র বাঁচাও কমিটির সঙ্গে বৈঠকে বসে এমনটাই সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। বৈঠকে হাজির ছিলেন দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক,অতিরিক্ত পুলিশ সুপার,ভাঙর থানার আইসি ও সাবস্টেশন প্রকল্পের আধিকারিকরা।

পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলন নিয়ে দীর্ঘদিন ধরেই অশান্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। পেরিয়েছে বহু বিতর্কিত অধ্যায়। দফায় দফায় গ্রেফতার হয়েছেন আন্দোলনের নেতৃত্বরা। আন্দোলনকে কেন্দ্র করে দিনের দিন উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ে। প্রসঙ্গত,এলাকায় বিদ্যুৎ সমস্যা মেটাতে দক্ষিণ ২৪ পরগনার ভাঙরে গ্রিড তৈরি করার পরিকল্পনা ছিল রাজ্য সরকারের। কিন্তু এই প্রকল্পের বাস্তবায়ন হলে পরিবেশে কুপ্রভাব পড়বে,ব্যাহত হবে বাস্তুতন্ত্র,নষ্ট হবে চাষের জমি এমন একগুচ্ছ দাবী তুলে পাওয়ার গ্রিডবিরোধী আন্দোলনের পথে নামেন স্থানীয়দের একাংশ।

জমি জীবিকা বাঁচাও কমিটি তৈরি করে প্রায় দেড় বছর ধরে সরকারি সিদ্ধান্তের বিরোধীতা করে আসছে আন্দোলনকারীরা। নাছোড়বান্দা আন্দোলনকারীদের দাবীর কাছে শেষমেশ মাথা নোয়াতে বাধ্য হয় রাজ্যসরকার। শেষপর্যন্ত পাওয়ার গ্রিডের পরিবর্তে সাবস্টেশন তৈরি সিদ্ধান্ত নেয় নবান্ন। তবুও ভাঙড়ের আন্দোলনকে দমানো গেল না। সাবস্টেশন তৈরি কাজ শুরু হওয়ার পরও আন্দোলন দানা বাঁধতে শুরু করে।

এলাকার সামগ্রিক উন্নয়ন এবং আন্দোলনকারীকে বেকসুর খালাস সহ একাধিক শর্তেই সাবস্টেশন তৈরির কাজে সম্মতি দিয়েছিল জমি জীবিকা বাস্তুতন্ত্র বাঁচাও কমিটি। গত আগষ্ট মাসে প্রশাসনিক আধিকারিকরা এই বিষয়ে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেই শর্তে রাজি হন। তারপর থেকেই যথারীতি চলছিল সাব স্টেশন তৈরির কাজ। কিন্তু তারপর ঘটে বিপত্তি। মুখ্যমন্ত্রী জেলাসফরের মাঝে বৃহস্পতিবার ফের ভাঙড়ের সাবস্টেশন তৈরির কাজ বন্ধ করে দেন আন্দোলনকারীরা।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যে শর্তের ভিত্তিতে সাবস্টেশন তৈরির কাজে সম্মতি দিয়েছিলেন আন্দোলনকারীরা সেই শর্ত মানা হচ্ছে না এমনটা দাবী তোলেন জমি জীবিকা বাস্তুতন্ত্র বাঁচাও কমিটির সদস্যরা। এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র এলাকাতেই উন্নয়ন হচ্ছে,সার্বিক উন্নয়নের নামগন্ধ নেই কোনো,এমনটাই অভিযোগকে সামনে রেখে সাবস্টেশন তৈরির কাজ বন্ধ করে দেন তাঁরা।

তারপর এদিন স্থানীয় পোলেরহাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির অফিসে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। বৈঠকে ফের সার্বিক উন্নয়নের আশ্বাস দিয়েছে প্রশাসন। এই প্রতিশ্রুতি পেয়ে বিরোধীতা থেকে আপাতত হটে গিয়েছেন জমি জীবিকা বাস্তুতন্ত্র বাঁচাও কমিটির সদস্যরা। তবে প্রশাসন প্রতিশ্রুতি ভঙ্গ করলে ফের যে তাঁরা আন্দোলনের পথে যাবেন না,এমনটা বলা যায় না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!