এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পাল্টা আইনি প্রত্যাঘাতের পথে ভারতী ঘোষ ঘনিষ্ঠেরা, মিথ্যা মামলা প্রমানে মরিয়া

পাল্টা আইনি প্রত্যাঘাতের পথে ভারতী ঘোষ ঘনিষ্ঠেরা, মিথ্যা মামলা প্রমানে মরিয়া


অভিযোগ – পালটা অভিযোগে প্রাক্তন পুলিশ কর্তা ভারতী ঘোষ বিরুদ্ধে আনা মামলা এখন বিশ বাঁও জলে। প্রসঙ্গতঃ পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকার অধিবাসী  চন্দন মাঝি চলতি বছর ফেব্রুয়ারী মাসে ভারতী দেবী এবং তাঁর ঘনিষ্ঠ পুলিশ অফিসারদের বিরুদ্ধে প্রায় ৪০০ গ্রাম সোনা লুটের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই  রাজ্য পুলিশের তরফ থেকে প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এখন অভিযোগকারী চন্দন মাঝির বিরুদ্ধেই মামলা দায়ের করতে চলেছে ভারতীদেবীর অনুগত মানুষেরা।

ভারতীদেবীর  আইনজীবীর সেই সময়ে আদালতে সওয়াল করে এক জন সাধারণ চাউমিন বিক্রেতা চন্দন মাঝি কী ভাবে ১০ লক্ষ টাকা মূল্যের ৪০০ গ্রাম সোনা পেলেন। সিআইডি তা খতিয়ে দেখেও কোন কিনারা করতে পারেনি। কিন্তু ভারতীদেবী ঘনিষ্ঠদের মতে অভিযোগকারী চন্দন মাঝি ওই সোনা মুম্বইয়ের লোকমান টিলক মার্গ থানা এলাকার একটি গয়নার দোকানের এক কর্মচারীর কাছ থেকে কিনেছিলেন। যদিও  সেই সোনা কেনার কোনো রশিদ পাওয়া যায়নি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এই অভিযোগ জানিয়ে সম্প্রতি ভারতী দেবীর বিরুদ্ধে দায়ের করা মামলায় এক সাক্ষী চন্দন মাঝির বিরুদ্ধে মুম্বইয়ের লোকমান টিলক মার্গ থানায় অভিযোগ দায়ের করে এসেছেন। এদিকে সিআইডি সূত্রে জানা যাচ্ছে ভারতী দেবীর একদা দেহরক্ষী সুজিত মণ্ডলই ওই সাক্ষীকে মুম্বই নিয়ে গিয়েছিলেন। পুলিশের খাতায় এই সুজিত মণ্ডল এখন পলাতক। এই প্রসঙ্গে ভারতীদেবীর আইনজীবি বললেন, ”তড়িঘড়ি মিথ্যা মামলা সাজিয়ে ভারতী-ঘনিষ্ঠ একাধিক পুলিশ অফিসারকে সোনা লুট ও প্রতারণার মামলায় গ্রেফতার করেছে সিআইডি। সম্প্রতি ঘাটাল আদালতে পেশ করা চার্জশিটে ভারতীকে মূল চক্রী হিসেবেও অভিযুক্ত করা হয়েছে। সেই কারণেই লোকমান টিলক মার্গ থানার দ্বারস্থ হয়েছেন ওই সাক্ষী।”

সিআইডি কর্তাদের মতে সিআইডি-র বিরুদ্ধে পাল্টা মামলা করার জন্য সক্রিয় হয়ে উঠেছেন পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন এসপি ভারতী ঘোষ। রাজ্য পুলিশের এই তদন্তকারী সংস্থার এক কর্তার অভিযোগ  মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করে সমান্তরাল একটি তদন্ত প্রক্রিয়া শুরু করিয়ে সিআইডি-কে চাপে ফেলার চেষ্টা করছেন ভারতী দেবী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!