এখন পড়ছেন
হোম > জাতীয় > পাঁচ রাজ্যের বিধানসভার আগেই ক্রমশ শক্তিশালী কংগ্রেস ১৯ বছরের অভিমান ভুলে ঘরের ছেলে ঘরে প্রত্যাবর্তন

পাঁচ রাজ্যের বিধানসভার আগেই ক্রমশ শক্তিশালী কংগ্রেস ১৯ বছরের অভিমান ভুলে ঘরের ছেলে ঘরে প্রত্যাবর্তন

প্রায় দু’দশক পর শেষ হলো মান-অভিমানের পালা। লোকসভা ভোটের আগেই 19 বছর পর কংগ্রেসে ফিরলেন তারিফ আনওয়ার।১৯ বছর আগে কংগ্রেস ছেড়ে বেরিয়ে শারদ পাওয়ার পি সাংমার সঙ্গে যুক্ত হয়ে গড়েছিলেন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি। আর ১৯ বছর পর সমস্ত অভিমান ভুলে আবারও ঘরে ফিরলেন আনোয়ার।
শনিবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে কংগ্রেসের যোগ দেন তিনি।গত সেপ্টেম্বর মাসের ২৮ তারিখে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি ছেড়েছিলেন তারিফ আনোয়ার।এনসিপি প্রধান শারদ পাওয়ারের সঙ্গে মনোমালিন্যের জেরে দল ছাড়ার প্রায় এক মাস পর পুরনো দলেই ফিরে এলেন তিনি।
শনিবার তুঘলক লেনের বাড়িতেই রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে বসেন আনোয়ার। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক অশোক ঘাট বিহারের দায়িত্বপ্রাপ্ত নেতা শক্তি সিং গোহেল।লোকসভা ভোটের আগেই কংগ্রেসের তার যোগদান বিহারে কংগ্রেসকে অনেকটাই শক্তিশালী করে তুলল। ভোটের আগে পুরনো তাদের এইভাবে ঘরে ফিরে আসা অনেকটাই সংকেত বলে মনে করছেন কংগ্রেস।ইঙ্গিতে বলছে কংগ্রেস জোট সঙ্গীত এর পাশে নিয়ে আবারো ফিরে আসতে পারেন দিল্লির মসনদে।

রাফালে কেলেঙ্কারিতে শারদ পাওয়ারের মোদীকে ক্লিনচিট দেওয়াটা মানতে না পেরেই এনসিপি ছাড়েন আনোয়ার। আর এভাবে দল ছাড়া ছিল তাঁর নীরব প্রতিবাদ। আন আরেক দল ছাড়ার পরই তার কংগ্রেসে যোগদান করা নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল। এদিন তাই সত্যি হলো। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিহারের কাঠিয়ার কেন্দ্রে কংগ্রেস ও রাষ্ট্রীয় লোক দলের সমর্থনে জয়ী হন আনোয়ার। আর ওই কেন্দ্র থেকেই তিনি প্রথমবারের মতো কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন পরে অবশ্য এনসিপির টিকিটেও জিতে সাংসদ তিনি যদিও ২০১৯ এর আগেই সেই সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

মাত্র ২৯ বছর বয়সে কংগ্রেসের টিকিটে জিতে প্রথমবারের মতো সাংসদ হয়েছিলেন তারিফ আনোয়ার। ১৯৮০ সালে তিনি প্রথমবারের জন্য কাটিহার থেকে সাংসদ নির্বাচিত হন। এনসিপির প্রতিষ্ঠাতা সদস্য তারিখ আনোয়ার কাটিহার থেকে মোট চারবার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। এবার তিনি কংগ্রেসের টিকিটে ওই কেন্দ্র থেকেই লড়বেন বলেই মনে করছেন রাজনৈতিক মহল। ১৯ বছর আগে অর্থাৎ হাজার ১৯৯৯ সালে পাওয়ার সাংমা ও আনোয়ার এই ত্রয়ী মিলে তৈরি করেছিলেন জাতীয়তাবাদী কংগ্রেস। ১৯ বছর ফাটল ধরল আনোয়ারের দলটাকে। প্রায় দুই দশক পরে কংগ্রেসে ফিরে তিনি বলেন, দলের উপর অভিমান করে দল ছারলেও তার মন চিরদিনই কংগ্রেসেই পড়েছিল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!