এখন পড়ছেন
হোম > জাতীয় > ২০১৯ এর লোকসভা নির্বাচন থেকেই বড় পরিবর্তন ভোটগ্রহণের ক্ষেত্রে

২০১৯ এর লোকসভা নির্বাচন থেকেই বড় পরিবর্তন ভোটগ্রহণের ক্ষেত্রে


স্বচ্ছ নির্বাচনের দাবিতে এবার নির্বাচনী প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন আনতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। এতদিন বিরোধীদের অভিযোগ ছিল, ভোটাররা যে কোন জায়গায় ভোট দিলেও ভোট পরে একটা বিশেষ পার্টির ভোটবাক্সে। আর তাই ইভিএম মেশিনে নিজের ভোট ঠিক জায়গায় পড়েছে কিনা তা নিয়ে সন্দিহান থাকেন ভোটাররা। সেই অভিযোগ খন্ডন করতে এবার থেকে ভিভিপ্যাট মেশিনের সাহায্য নেওয়া হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই হিমাচল প্রদেশের বিধানসভা ভোটে এর পরীক্ষামূলক ব্যবহার হয়েছে। আর আগামী সাধারণ নির্বাচন অর্থাৎ ২০১৯ এর লোকসভা নির্বাচন থেকেই প্রতিটি ইভিএম মেশিনের সঙ্গে থাকবে এই ভিভিপ্যাট মেশিনও। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই এর জন্য ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে বলে জানা যাচ্ছে। আর তাই ২০১৯ এ লোকসভা ভোট অবাধ করতে জাতীয় নির্বাচন কমিশন ১৬ লক্ষ নতুন ভিভিপ্যাট মেশিনের ব্যবস্থা করবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!