এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > মুকুল-গড়ে তীব্র উত্তেজনা তৃণমূল-বিজেপি সমর্থকদের মধ্যে, পরিস্থিতি সামাল দিতে আসরে ব়্যাফ

মুকুল-গড়ে তীব্র উত্তেজনা তৃণমূল-বিজেপি সমর্থকদের মধ্যে, পরিস্থিতি সামাল দিতে আসরে ব়্যাফ

পরস্পর বিরোধী দুই রাজনৈতিক দলের মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত ‘মুকুল-গড়’ বলে খ্যাত উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া। প্রসঙ্গত বুধবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বীজপুর থানার অন্তর্গত কাঁচরাপাড়ায় মিছিলের পরিকল্পনা করে গেরুয়া শিবির। মুকুল রায়ের নেতৃত্বে এই মিছিলের আয়োজন হওয়ার পরিকল্পনা ছিলো।

আবার ঐ একই দিনে একই এলাকায় তৃণমূল কংগ্রেসেরও একটি মিছিল করার পরিকল্পনা ছিলো। পুলিশ এবং স্থানীয় অধিবাসীদের সূত্রে এমনটাই জানা গিয়েছে। পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুসারে এদিন দুই দলের কর্মী সমর্থকেরাই নির্দিষ্ট সময়ে প্রস্তাবিত জায়গায় জমায়েত হতে শুরু হয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

যদিও, পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপি কাউকেই তারা মিছিল করার জন্যে কোনো অনুমতি দেয়নি। অনুমতি না মেলা সত্ত্বেও এদিন তারা মিছিলের জন্যে সমস্ত আয়োজন সহযোগে জমায়েত হতে শুরু করে। একই স্থানে দুই দলের কর্মী ও সমর্থক পৃথকভাবে জমা হতে শুরু করলেও অল্প সময়ের মধ্যে তাদের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়, তারপরেই তাঁদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়।

এদিকে বিজেপি কর্মীদের অভিযোগ শাসক দলের সদস্যেরা তাঁদের একটি ম্যাটাডোরে আগুন ধরিয়ে দিয়েছে। এই ঘটনার খবর পাওয়া মাত্রই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঐ উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে অসমর্থ হওয়ায় ব়্যাফ ও কমব্যাট ফোর্সও সেখানে উপস্থিত হয় – তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ এই ঘটণায় এখনও অবধি কাউকে গ্রেফতার করতে পারেনি বলে জানা গিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!