এখন পড়ছেন
হোম > জাতীয় > গণতন্ত্র রক্ষা নিয়ে প্রাক্তন শরিকের বোমায় আবার বিপর্যস্ত গেরুয়া শিবির

গণতন্ত্র রক্ষা নিয়ে প্রাক্তন শরিকের বোমায় আবার বিপর্যস্ত গেরুয়া শিবির


মহারাষ্ট্রের শিবসেনা দলের সমালোচনার শিকার হলেন কেন্দ্রের বিজেপি সরকার এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন। অভিযোগ উঠলো কেন্দ্র ভোট যন্ত্র অথবা ইভিএমকে নিজেদের কাজের জন্য ব্যবহার করছে। এরফলে নির্বাচন প্রক্রিয়া ওপর থেকে সাধারণ মানুষের ভরসা কমে যাচ্ছে দেশের গন্তন্ত্রের জন্যে যা খুব একটা মঙ্গলজনক নয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

শিবসেনা দলের মুখপত্র সামনায় কড়া ভাষায় কেন্দ্রের সরকার এবং সরকারের পক্ষপাত দুষ্ট কাজকর্মের কড়া সমালোচনা করে বলা হয়েছে, “আমাদের দেশকে আর বিশ্বের সর্ববৃহত্‍ গণতন্ত্র বলা যায় না। ইভিএম গণতন্ত্রকে নষ্ট করেছে। কেন্দ্রে যারা এখন ক্ষমতায় রয়েছে তারা গণতন্ত্রকে স্বৈরাচারী মানসিকতার সাহায্যে নিজেদের রক্ষিতায় পরিণত করেছে। বিজেপি ইভিএম মেশিনগুলিতে কারচুপি করে সেগুলি নিজেদের কাজে ব্যবহার করছে। নির্বাচন এবং নির্বাচন কমিশন উভয়েই রক্ষিতা হয়ে গিয়েছে।’‌’ এছাড়াও মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় উপ নির্বাচনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির ব্যাখতা করে বলা হয়েছে, “বর্তমান নির্বাচন কমিশন এবং তাদের মেশিনগুলি সরকারের ক্রীতদাসে পরিণত হয়েছে। তাই তারা ভোটের সময় মদ-টাকা বিলি, সরকারের স্বৈরাচার এবং হুমকির বিরুদ্ধে অভিযোগ নিতে চায় না। ” শুধু তাই নয় গরমে ইভিএম মেশিনের যান্ত্রিক গোলযোগ হওয়ার বিষয় উল্লেখ করে বিদ্রুপের স্বরে বলা হয়েছে, “তাপমাত্রা সবসময়ই ওঠা-নামা করে। কিন্তু কখনও শুনিনি গরমে প্রধানমন্ত্রীর বিমানের ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছে কিংবা বিজেপির সাইবার সেলের কম্পিউটারগুলি খারাপ হয়ে গিয়েছে।‌ ‌”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!