এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েতে জিতেই বিজেপি প্রার্থীরা তৃণমূলে যোগ দিতে যোগাযোগ করছেন দাবি মুখ্যমন্ত্রীর

পঞ্চায়েতে জিতেই বিজেপি প্রার্থীরা তৃণমূলে যোগ দিতে যোগাযোগ করছেন দাবি মুখ্যমন্ত্রীর

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের গণনা এখনো শেষ হয় নি, কিন্তু এখনো পর্যন্ত যা গণনা হয়েছে তাতে দেখা যাচ্ছে চারিদিকে শুধুই ঘাসফুলের জয়জয়কার। কিন্তু তারমাঝেই, রাতদিন শাসকদলের নেতারা যে দাবি করতেন রাজ্যের কোথাও বিরোধী নেই, সেই দাবিকে নস্যাৎ করে – রাজ্যের প্রধান বিরোধী দলের জায়গায় উঠে এসেছে গেরুয়া শিবির। যদিও বঙ্গ-বিজেপির শীর্ষনেতৃত্ত্বের দাবি, শাসকদলের ‘লাগামহীন-সন্ত্রাসের’ পরেও এই ফল, মানুষ যদি নিজের ভোট নিজে দিতে পারে তৃণমূল কংগ্রেসকে নাকি খুঁজে পাওয়া যাবে না বাংলায়!

এরই মাঝে সন্ধ্যাবেলায় নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দেন, মানুষের ভালোবাসা ও অস্থাতেই তৃণমূল কংগ্রেসের এই দুর্দান্ত ফলাফল হয়েছে। যেখানে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় শাসকদল জিতেছে সেখানে বিরোধীরা প্রার্থী দিতে পারে নি, আর সেই তথ্য বিরোধীরা সুপ্রিম কোর্টের কাছে গোপন করে গেছে। অন্যদিকে বিজেপি যে দু-একটি জেলায় কিছুটা ভালো ফল করেছে সেগুলো সব সীমান্তবর্তী ও মাও অধ্যুষিত জেলা। মাওবাদীদের সাথে নিয়ে ও আসাম এবং ঝাড়খন্ড থেকে অস্ত্র ও টাকা-পয়সা এনে সেখানে বিজেপি জিতেছে। কিন্তু জেতার পরেই সেইসব বিজেপি প্রার্থীরা ইতিমধ্যেই তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে জানিয়েছেন যে তাঁরা তৃণমূলের উন্নয়নে থাকতে শাসকদলে যোগ দিতে চান। যদিও মুখ্যমন্ত্রীর দাবি, তিনি তাঁদের জানিয়ে দিয়েছেন, যে এই বিষয়ে তিনি পরে ভেবে দেখবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!