এখন পড়ছেন
হোম > জাতীয় > সব বৈঠক বিফলে ,প্রার্থী নিয়ে জট কাটছে না বিজেপির অন্দরে

সব বৈঠক বিফলে ,প্রার্থী নিয়ে জট কাটছে না বিজেপির অন্দরে


তৃণমূলের লোকসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করে দেওয়ার পর থেকে বিজেপির প্রার্থী তালিকা কবে ঘোষণা করা হবে তা নিয়ে কৌতূহল তৈরি হয়। ইতিমধ্যে প্রদেশ কংগ্রেসের তরফ থেকেই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। অথচ সাংগঠনিক শক্তিতে এগিয়ে থাকা বিজেপি নির্বাচনী নির্ঘন্ট প্রকাশের সপ্তাহ খানেক পরেও এখনো চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করতে পারল না। দফায় দফায় বৈঠক করেও এখনো একটা সিদ্ধান্তে পৌছাতে পারলেন না গেরুয়াশিবির কর্তারা।

৪২ টি নাম ঠিক করতেই নাস্তানাবুদ অবস্থা তাঁদের। মঙ্গলবার সকাল থেকে রাত আটটা পর্যন্ত দফায় দফায় বৈঠক করেও বিজেপি প্রার্থীর নাম ঠিক করা গেল না।

গতকালের বৈঠকে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ,বাংলার পর্যবেক্ষজ কৈলাস বিজয়বর্গীয়,অন্য শীর্ষ নেতা শিবপ্রকাশ,বঙ্গ বিজেপি নেতৃত্ব মুকুল রায়,রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং রাহুল সিনহাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। আজ,বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রাজ্যনেতৃত্বের বৈঠক হওয়ার কথা রয়েছে।

আশা করা হচ্ছে এই বৈঠকে প্রার্থী নির্বাচনের জট কাটবে। তবে,বিজেপি এখনো যে অন্য দল থেকে ওজনদার সদস্যদের দলে আনার চেষ্টা জারি রেখেছে। সম্ভবত এর জন্যে এখনো প্রার্থীতালিকা নিয়ে সমস্যা মেটেনি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রার্থীতালিকার পাশাপাশি বসিরহাট,যাদবপুর,ঘাটাল,ডায়মন্ড হারবারের মতো গুরুত্বপূর্ণ আসন নিয়েও সমস্যা রয়েছে। তবে আজ প্রার্থী তালিকা প্রকাশিত হলে এসব আসনের সমস্যা মিটতে পারে। গতকাল থেকে বেশ কয়েকটি আসনের সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা হচ্ছে। বিখ্যাত ফ্যাশন-ডিজাইনার অগ্নিমিত্রা পলকে বিজেপির প্রার্থী হিসাবে ভোটে দাঁড় করানোর অব্যাহত চেষ্টা শুরু হয়েছে। এছাড়া অন্য দল থেকে আসা হেভিওয়েট সদস্যদের বিজেপি প্রার্থী করার প্রবল সম্ভাবনা রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই তালিকায় রয়েছেন তৃণমূল থেকে আসা অর্জুন সিং,সৌমিত্র খান,সিপিআইএম থেকে আসা খগেন মুর্মুর মতো দক্ষ সংগঠকরা। জানা গিয়েছে,অগ্নিমিত্রা পলের সঙ্গে মুকুল রায় এবং অন্য বিজেপি নেতাদের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। তিনি ফিল্ম সেন্সর বোর্ড বা ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্য। ‘ভবিষ্যতের ভূত’ ছবিক সার্টিফাই করেন তিনি। বাবুল সুপ্রিয়র বিয়ের পোশাকও ডিজাইন করেন তিনি।

নামী ডিজাইনার হওয়ায় বাবুলই তাঁর পোশাক বানাতে অগ্নিমিত্রাকে অনুরোধ করেন। এর জন্যে বিজেপি বা রাজনীতির কোনো সম্পর্ক নেই বলেই দাবী গেরুয়াশিবিরের। যাইহোক,গতকাল রাত পর্যন্ত বিজেপি প্রার্থী হিসাবে অগ্নিমিত্রা পল ছাড়া আর কারোর নাম পাওয়া যায়নি। যাদবপুরের তৃণমূলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে তাকে দাঁড় করানো হতে পারে বলে খবর রয়েছে। ওদিকে বসিরহাটের তৃণমূলের তারকা প্রার্থী নুসরত জাহানের বিরুদ্ধে তপন ঘোষের মতো গোঁড়া হিন্দুবাদী নেতাকে দাঁড় করানো হবে কিনা তা নিয়েও দ্বন্দ্বে রয়েছে দিলীপ ঘোষেরা।

এদিকে আসানসোলে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং মেদিনীপুরে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ প্রার্থী হচ্ছেন বলেই জানা গিয়েছে। অন্যদিকে মুকুল রায়কে শীর্ষ নেতৃত্ব জিজ্ঞেস করেন, তিনি লোকসভার লড়াইয়ে নামতে চান কিনা। তিনি বলেন, ‘‌আপনারা যদি চান আমি গোটা বাংলায় বিজেপি-‌র পক্ষে কাজ করি, তাহলে কোনও একটি কেন্দ্রে আমাকে বেঁধে রাখবেন না।’‌

অর্থাৎ মুকুল রায় যে কোনো নির্দিষ্ট কেন্দ্রের প্রার্থী হতে চান না সেটা স্পষ্টভাবেই বুঝিয়ে দিলেন। তবে দিলীপ ঘোষ সহ একাধিক রাজ্য বিজেপি নেতৃত্বরা ভোটের ময়দানে সামনে দাঁড়িয়ে থেকেই লড়াই করতে চান। যেমন,কলকাতা উত্তরে রাহুল সিনহা, দমদমে শমীক ভট্টাচার্য, বারাসতে সায়ন্তন বসু,বালুরঘাটে বিশ্বপ্রিয় রায়চৌধুরি, বর্ধমান-দুর্গাপুরে সুভাষ সরকার, বাঁকুড়ায় রাজু ব্যানার্জির লড়াই করার কথা রয়েছে।

এঁরা সকলেই রাজ্য বিজেপির উচ্চপদস্থ কর্মকর্তা। এছাড়া বাঁকুড়ায় যেমন অভিনেতা সুমন মুখার্জি দাঁড়াতে পারেন,তেমনি বালুরঘাটে নীলাঞ্জন হাজরা। রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়ের দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে বীরভূম থেকে। বিধায়ক মনোজ টিগ্গাকে অনুরোধ করা হয়েছে আলিপুরদুয়ার থেকে লড়াই করার জন্যে। এছাড়া বিষ্ণুপুরের জন্যে রয়েছেন তৃণমূল থেকে আসা সাংসদ সৌমিত্র খান,মালদা উত্তরের দায়িত্ব দেওয়া হতে পারে বামফ্রন্ট থেকে আসা খগেন মুর্ম এবং ব্যারাপপুরে দাঁড়াতে পারেন সম্প্রতি তৃণমূল থেকে আসা হেভিওয়েট সাংসদ অর্জুন সিং।

তবে দার্জিলিং নিয়ে অন্য ভাবনা চিন্তা রয়েছে বিজেপির। কিন্তু মঙ্গলবার সন্ধ্যে পর্যন্ত জানা যায় ওখান থেকে সুরিন্দর সিং আলুওয়ালিয়াকেই প্রার্থী করার কথা ভাবা হয়েছে। না হলে, দাঁড়াবেন সত্‍পাল মহারাজ। ষষ্ঠী দুলে অনেকদিন বাদে দাঁড়াতে পারেন আরামবাগে। কলকাতা দক্ষিণের জন্য নেতাজি পরিবারের সঙ্গে যুক্ত চন্দ্র বোসের নাম নিয়ে ভাবনা চিন্তা চলছে কৃষ্ণনগর থেকে ওই এলাকার পুরনো নামী ব্যক্তিত্ব সত্যব্রত মুখার্জিকেই আবার দাঁড় করানো হতে পারে খবর রয়েছে বিজেপি সূত্রের খবরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!