এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূলের আমলে বদল হয়েছে রাজ্যে মানছেন বিজেপি নেতা

তৃণমূলের আমলে বদল হয়েছে রাজ্যে মানছেন বিজেপি নেতা


“রাজ্যে এই বদল হয়েছে।”মানছেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব , গঠনমূলক পরিকল্পনা ও কার্যপরিচালনা প্রভৃতি বিষয়ে আবার ও মুখ খুললেন বিজেপির রাজ্য স্তরের নেতা জয় বন্দ্যোপাধ্যায়।প্রসঙ্গত দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ২০১১ সালের মে মাসে পশ্চিমবঙ্গের শাসনভার উঠে আসে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। এর পরবর্তীতে পাঁচ বছর পরে ২০১৬ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের আস্থা বিশ্বাস অক্ষুন্ন রেখে আবার ও জয়লাভ করেন। এই ক বছরে শিক্ষা থেকে আইন-শৃঙ্খলা নানাবিধ প্রশাসনিক ক্ষেত্রে আমূল বদল ঘটে । সম্প্রতি রাজাবাজার সায়েন্স কলেজে তৃণমূল ছাত্র পরিষদের এক ছাত্রের হাতে হেনস্থা হতে হয় এক অধ্যাপককে। ঐ ঘটনার উল্লেখ না করেই জয় বাবু বলেন, “আগে আমরা শিক্ষক-অধ্যাপকদের দেখলে ভয়ে কাঁপতাম। এখন শিক্ষক বাঁ অধ্যাপকেরা তৃণমূলী ছাত্রদের দেখলে ভয়ে কাঁপছে।” রাজ্যে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তীর্যকভাবে জয় জানালেন , “আগে প্রবাদ প্রচলিত ছিল যে বাঘে বাঁ পুলিশে ছুঁলে ১৮ ঘা। সামাজিক বদনাম বাঁ অন্যান্য নানান কারণে পুলিশকে ভয় পেত সাধারণ মানুষ। এখন পুলিশ তৃণমূলী গুণ্ডাদের দেখলে ভয়ে পালাচ্ছে।”
রাজনীতিতে যোগদানের আগে পেশায় জয় বন্দ্যোপাধ্যায় ছিলেন বিশিষ্ট অভিনেতা । সেই সুবাদে বেশ কয়েক বার বিদেশ ভ্রমনের অভিজ্ঞতাও তাঁর রয়েছে। তাঁর কথা অনুসারে, “আগে বাইরে কোথাও শুটিং করতে গেলে স্থানীয়রা অনেক কদর করতো আমাদের কাছে সাংস্কৃতিক শিক্ষা গ্রহণ করতে চাইতো। এখন বাইরে কোথাও গেলে বলে, ‘ওই দেখ তাপস পাল-মদন মিত্রদের এলাকার লোক এসেছে।’ রাজ্যে এই বদল হয়েছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!