এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরায় ‘দাঙ্গা-অসহিষ্ণু’ পরিস্থিতি সামাল দিতে বৈঠকে বিপ্লব দেব ও মানিক সরকার

ত্রিপুরায় ‘দাঙ্গা-অসহিষ্ণু’ পরিস্থিতি সামাল দিতে বৈঠকে বিপ্লব দেব ও মানিক সরকার

তিক্ততায় প্রলেপ দিলেন ত্রিপুরার ভাবি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সূত্রের খবর, ত্রিপুরায় ফল প্রকাশের পর শুরু হয় রাজ্য জুড়ে দাপাদাপি। সিপিএম নির্বাচন কমিশনের সিইও শ্রী রাম তরনী কান্তের কাছে চড়িলামের দলীয় প্রার্থীদের এলাকা ছাড়ার এবং ওখানকার ভোট পেছানোর দাবি জানায়। এরপরেও চলতে থাকা তান্ডব বন্ধ করার দাবি জানান মানিকবাবু এবং সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর। প্রধানমন্ত্রী ও বিজেপি সভাপতির হুঁশিয়ারি জারির পরেও সিপিএম দফতর জ্বালানোর ভিডিও ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়াতে। এই সমস্ত তিক্ততাতে জল ঢেলে দিয়ে এদিন ত্রিপুরার ভাবি মুখমন্ত্রী পৌঁছালেন সদ্য বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সরকারের কাছে। জানা গেছে এদিন তিনি তাঁর সরকারি আবাস ছেড়ে সস্ত্রীক চলে এসেছেন সিপিএমের রাজ্য দফতর দশরথ দেব ভবনে। আর এখানেই উপস্থিত হন বিপ্লব দেব ও বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব। সূত্রের খবর, এদিন মানিক সরকারের সাথে বৈঠকে তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন আমন্ত্রণ জানালেন সিপিএম বিধায়ক বাদল চৌধুরী সহ দুই সাংসদ শঙ্করপ্রসাদ দত্ত ও জিতেন্দ্র চৌধুরীকে। এদিন তিনি জানান, ”আমি আগেই বলেছিলাম, প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাহায্য চাই। আমন্ত্রণ করতে এলসেছিলাম শুভ অনুষ্ঠানের জন্য। উনি কথা দিয়েছেন, আসবেন।” যদিও গত ২৫ বছরের ত্রিপুরার হিসাব ঘাটলে দেখা যায় শপথ গ্রহণ অনুষ্ঠানে বিরোধী দলের উপস্থিত থাকার রেওয়াজ নেই। সমস্ত রেওয়াজে জল ঢাললেন বিপ্লববাবু।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!