এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপি ও মমতাকে আক্রমণ সূর্যকান্তের,কি বললেন তিনি জেনে নিন

বিজেপি ও মমতাকে আক্রমণ সূর্যকান্তের,কি বললেন তিনি জেনে নিন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে নিজের ছবি আঁকা বা কবিতা লেখা বা গান বাধা নিয়ে বারবারই আক্রান্ত হতে হয় বিরোধীদের কাছে।তার এই সত্তাকে নিয়ে বিরোধীদের গলায় বরাবরই কটাক্ষের সুর।
লোকসভা ভোটের মুখে সেই বিষয়টিকে আবারো সামনে আনলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

এদিন আবারো তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আঁকার প্রসঙ্গ কে সামনে টেনে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী কে। শুক্রবার হাওড়ায় দলের এক কর্মসূচি চলাকালীন এই প্রসঙ্গ টেনে আনেন সূর্যবাবু।
এদিন কারো নাম না করে দুটি প্রশ্নের মাধ্যমে স্পষ্টতই মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করেন সূর্যকান্ত মিশ্র।

শুক্রবার নভেম্বর বিপ্লবের ১০১তম বার্ষিকী উপলক্ষে বিকেলে হাওড়ায় সিপিএমের জেলা কমিটি দফতরে এক সভার আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তৃতা দিতে গিয়েই সূর্যবাবু প্রশ্ন তোলেন, ”২০১২ সাল ছবি আঁকা বন্ধ হয়ে গেল কেন? ছবি কেনার লোক নেই বলে?”

পাশাপাশিওই সভা থেকেই সিপিএমের রাজ্য সম্পাদক কেন্দ্রে বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ সরকার গড়ারও ডাক দেন। একইসঙ্গে জানান সেই উপলক্ষে আগামী ৩ ফেব্রুয়ারি বামফ্রন্টের তরফে ব্রিগেডে এক জনসমাবেশের ডাক দেওয়া হয়েছে।

এই দিনের সভা থেকে বাংলায় বিজেপির বাড়বাড়ন্ত নিয়েও তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তোলেন সিপিএমের রাজ্য সম্পাদক। তিনি বলেন, ”এ রাজ্যে বিজেপির জন্ম হয়েছে তৃণমূল কংগ্রেসের হাত ধরে। পশ্চিমবাংলায় বাম সরকার থাকলে আরএসএস কবেই এখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যেত।আরএসএস এর কোন চিহ্নই খুঁজে পাওয়া যেত না এই বাংলার মাটিতে।”

এদিনের সভা থেকে বিজেপির পাশাপাশি তৃণমূলকে ও তাড়ানোর ডাক দেন তিনি। এর জন্য কর্মীদের স্লোগান বেঁধে দিয়ে বলেন, ”এখন আমাদের একটাই স্লোগান একই বৃন্তে দুটি ফুল, বিজেপি আর তৃণমূল।”

অন্যদিকে তিনি বিজেপির রথযাত্রাকে কটাক্ষ করে সিপিএমের রাজ্য সম্পাদক বলেন “এই রথ ‘বিভাজনের রথ’। রাজ্যে মানুষে মানুষ হানাহানি বাড়াতেই বিজেপি রথযাত্রার আয়োজন করছে।‍”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

একই সঙ্গে এদিনের এই সভা থেকে তিনি রাফালে-সহ একাধিক ইস্যু তুলে ধরে কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করেন সূর্য বাবু। পাশাপাশি পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে ফের সরব হন সিপিএমের রাজ্য সম্পাদক। এবং এদিনের সভা থেকেই লোকসভা নির্বাচনের প্রাথমিক প্রস্তুতির কথাও ঘোষণা করেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!