এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার জঙ্গলমহলের ভোটে তৃণমূলকে পরাস্ত করলো বিজেপি

এবার জঙ্গলমহলের ভোটে তৃণমূলকে পরাস্ত করলো বিজেপি


এবার জঙ্গলমহলে বিজেপির পতাকা উঠলো। বাঁকুড়ার সিমলাপালের আসনা উচ্চ বিদ্যালয়ের স্কুলের পরিচালন সমিতির নির্বাচনে বিজেপি পেলো ৫ টি আসন আর তৃণমূল পেলো ১ টি আসন। এই জয়ে স্বাভাবিকভাবেই খুশি বিজেপি। এই নিয়ে বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র বলেন, ‘‘একের পর এক নির্বাচনে বিজেপির জয়ই প্রমাণ করে দিচ্ছে মানুষ তৃণমূলকে ঘৃণাভরে ছুঁড়ে দিচ্ছেন। বিজেপিকে মানুষ কাছে টানছেন৷ এই ঘটনা তার প্রমাণ।’’ প্রসঙ্গত কয়েকমাস আগে বাঁকুড়ার জঙ্গলমহলের রানিবাঁধের সাতনালা মহিলা সমিতির একটি ভোটে প্রথম বিজেপি প্রার্থীরা জয়ী হন। আবার এই জয়। গেরুয়া শিবিরের দাবী বিজেপি জঙ্গলমহলে নিজেদের ঘাঁটি শক্ত করছে। যদিও এই নিয়ে মোটেও বিচলিত নয় তৃণমূল। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের সিমলাপাল ব্লক সভাপতি সনৎ দাস বলেন, ‘‘মাত্র ছ’মাসের জন্য যেহেতু ওই কমিটির মেয়াদ, তাই দলের তরফে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।’’কি টু একজন প্রার্থী যে জিতেছে তিনি তো তৃণমূলের প্রতীকেই দাঁড়িয়েছিলেন তবে ? উত্তর দিলেন সনৎ দাস বললেন, ‘‘ব্লক নেতৃত্বকে এড়িয়ে ‘কিছু ভুঁইফোঁড় নেতা’ নিজেদের দায়িত্বে ওই প্রার্থী দিয়েছিল। এর দায়িত্ব তৃণমূলের নয়৷’’দুই তরফের অর্থাৎ বিজেপি তৃণমূল উভয়েরই দাবি যে তাদের সাথে মানুষ আছেন। এখন পরীক্ষা পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত ভোটই সব প্রশ্নের উত্তর দেবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!