এখন পড়ছেন
হোম > জাতীয় > পঞ্চায়েত উপনির্বাচন ঘিরে ব্যাপক হিংসা, চলল গুলি, মৃত পঞ্চায়েত প্রধানের ছেলে

পঞ্চায়েত উপনির্বাচন ঘিরে ব্যাপক হিংসা, চলল গুলি, মৃত পঞ্চায়েত প্রধানের ছেলে

গত বছর পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক হিংসার জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা বাংলার রাজনৈতিক পরিবেশ। বেশিরভাগ অভিযোগের ক্ষেত্রেই আঙুল উঠেছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে। বাংলায় গণতন্ত্র নেই অভিযোগে সরব হয়ে উঠেছিল বিজেপি সহ অন্যান্য বিরোধীরা। আর এবার পঞ্চায়েত উপনির্বাচনে ব্যাপক হিংসার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল উত্তরপ্রদেশের মীরাট।

সূত্রের খবর পঞ্চায়েতের উপনির্বাচনে বুথদখলকে কেন্দ্র করে ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে উত্তরপ্রদেশের মীরাট। উত্তেজনা বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছায় যে, বিজেপি সমর্থিত প্রার্থী গুলি ছোঁড়েন। আর সেই গুলিতে মারা যান পঞ্চায়েত প্রধানের ছেলে। ঘটনার খবর পেয়ে সেখানে বিশাল পুলিশ বাহিনী পৌঁছালে ক্ষুব্ধ গ্রামবাসীরা তাঁদের মারধর করে বলে অভিযোগ, ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এরপরেই পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। আর এরপরেই গুলি চালানো বিজেপি প্রার্থীর দুই অনুগামীকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয়স্তরে অভিযোগ, বুথদখলের বিরোধিতা করাতেই গুলি ছোঁড়া হয়েছিল। প্রসঙ্গত, মিরপুরে ৩৪ নম্বর জেলা পঞ্চায়েত ওয়ার্ডের উপনির্বাচন ছিল। সেখানে বিকেল পাঁচটা নাগাদ বিজেপি সমর্থিত প্রার্থী বিজয় ধামা নিজের অনুগামীদের নিয়ে পৌঁছান।

স্থানীয়দের অভিযোগ সেখানে পৌঁছেই বিজেপি প্রার্থী বুথ দখলের জন্য নিজের অনুগামীদের নির্দেশ দেন। যার তীব্র বিরোধিতা করেন গ্রাম প্রধান সুরেশ দেবীর ছেলে অনীত। আর এরপরেই ক্ষুব্ধ বিজেপি প্রার্থী গুলি চালান। মাথায় আর পেটে গুলি লাগতেই মাটিতে লুটিয়ে পড়েন অনীত। আর এরপরেই এলাকা ছেড়ে পালন বিজেপি প্রার্থী বিজয় ধামা ও তাঁর অনুগামীরা। আহত অবস্থায় অনীতকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!