এখন পড়ছেন
হোম > জাতীয় > দ্বিতীয় মোদী মন্ত্রীসভায় ৫৮ জন মন্ত্রীর কার হাতে কোন দপ্তরের দায়িত্ব দেখে নিন একনজরে

দ্বিতীয় মোদী মন্ত্রীসভায় ৫৮ জন মন্ত্রীর কার হাতে কোন দপ্তরের দায়িত্ব দেখে নিন একনজরে


গত ২৩ শে মে বিপুল জয় নিয়ে দ্বিতীয়বারের জন্য কেন্দ্রে ক্ষমতায় ফেরেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ জোট। আর গতকাল ছিল সেই মন্ত্রীসভার শপথগ্রহন অনুষ্ঠান। গতকাল রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই মন্ত্রীসভার ৫৮ জন মন্ত্রী হিসাবে শপথ নেন। কিন্তু গতকাল শপথ গ্রহণ হয়ে গেলেও, আজ সকালে অবশেষে হল মন্ত্রীসভার বন্টন। একনজরে দেখে নিন কোন মন্ত্রী পেলেন কোন দপ্তরের দায়িত্ব –

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পূর্ণমন্ত্রী
১. নরেন্দ্র মোদী – প্রধানমন্ত্রী, কর্মচারী অভিযোগ ও পেনশন, পরমাণু শক্তি, মহাকাশ, গুরুত্বপূর্ণ নীতি বিষয়ক এবং বন্টন না হওয়া বাকি মন্ত্রক
২. রাজনাথ সিং – প্রতিরক্ষা মন্ত্রক
৩. অমিত শাহ – স্বরাষ্ট্র মন্ত্রক
৪. নীতিন গড়করি – সড়ক পরিবহণ ও হাইওয়ে, ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রক
৫. সদানন্দ গৌড়া – রাসায়নিক ও সার মন্ত্রক
৬. নির্মলা সীতারামন – অর্থ ও কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রক
৭. রামবিলাস পাসোয়ান – ক্রেতা সুরক্ষা, খাদ্য ও গণবণ্টন মন্ত্রক
৮. নরেন্দ্র সিং তোমার – কৃষি, কৃষক উন্নয়ন, গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতী রাজ মন্ত্রক
৯. রবিশঙ্কর প্রসাদ – আইন, যোগাযোগ, ইলেক্ট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
১০. হরসিমরত কৌর বাদল – খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক
১১. থাওয়ার চাঁদ গেহলত – সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক
১২. সুব্রমনিয়াম জয়শঙ্কর – বিদেশ মন্ত্রক
১৩. রমেশ পখরিয়ান নিশংক – মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক
১৪. অর্জুন মুন্ডা – উপজাতি উন্নয়ন মন্ত্রক
১৫. স্মৃতি ইরানি – মহিলা ও শিশু কল্যাণ উন্নয়ন মন্ত্রক
১৬. হর্ষ বর্ধন – স্বাস্থ্য, পরিবারকল্যাণ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক
১৭. প্রকাশ জাভড়েকর – পরিবেশ, বন, আবহাওয়ার পরিবর্তন, তথ্য ও সম্প্রচার মন্ত্রক
১৮. পীযূষ গোয়েল – রেল ও শিল্প মন্ত্রক
১৯. ধর্মেন্দ্র প্রধান – পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও ইস্পাত মন্ত্রক
২০. মুক্তার আব্বাস নাকভি – সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক
২১. প্রহ্লাদ যোশী – সংসদ বিষয়ক, কয়লা ও খনি মন্ত্রক
২২. মহেন্দ্রলাল পান্ডে – স্কিল ডেভেলপমেন্ট ও উদ্যোগ মন্ত্রক
২৩. অরবিন্দ সাওয়ান্ত – ভারী শিল্প ও সরকারি সংস্থা মন্ত্রক
২৪. গিরিরাজ সিং – পশুপালন, দুগ্ধ ও মত্‍স্য মন্ত্রক
২৫. গজেন্দ্র সিং শেখাওয়াত – জলশক্তি মন্ত্রক

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী
২৬. সন্তোষ কুমার গাঙ্গওয়ার – শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক
২৭. ইন্দ্রজিৎ সিং – পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন, পরিকল্পনা মন্ত্রক
২৮. শ্রীপাদ নাইক – আয়ুর্বেদ, যোগ, ন্যাচারোপ্যাথি, ইউনানি, সিদ্ধা, আয়ূশ মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী
২৯. জিতেন্দ্র সিং – উত্তর-পূর্ব ভারত উন্নয়ন মন্ত্রক এবং প্রধানমন্ত্রীর দফতর, কর্মচারী অভিযোগ ও পেনশন, পরমাণু শক্তি এবং মহাকাশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী
৩০. কিরণ রিজিজু – যুব ও ক্রীড়া মন্ত্রক এবং সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী
৩১. প্রহ্লাদ সিং পটেল – পর্যটন ও সংস্কৃতি মন্ত্রক
৩২. রাজকুমার সিং – শক্তি, নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক এবং স্কিল ডেভলপমেন্ট ও উদ্যোগ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী
৩৩. হরদীপ সিং পুরী – আবাসন ও নগরোন্নয়ন, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী
৩৪. মানসুখ মান্ডভিয়া – জাহাজ পরিবহন মন্ত্রক এবং রাসায়নিক ও সার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রমন্ত্রী
৩৫. ফগগন সিং কুলস্তে – ইস্পাত মন্ত্রক
৩৬. অশ্বিনী কুমার চৌবে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক
৩৭. অর্জুনরাম মেঘওয়াল – সংসদ বিষয়ক, ভারী শিল্প ও পাবলিক এন্টারপ্রাইজ মন্ত্রক
৩৮. ভিকে সিং – সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক
৩৯. কৃষাণ পাল গুর্জর – সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক
৪০. রাওসাহেব দানবে – খাদ্য ও বন্টন, উপভোক্তা বিষয়ক মন্ত্রক
৪১. গঙ্গাপুরম কিষান রেড্ডি – স্বরাষ্ট্র মন্ত্রক
৪২. পুরুষোত্তম কে রূপালা – কৃষি ও কৃষক উন্নয়ন মন্ত্রক
৪৩. রামদাস আঠাওয়ালে – সামাজিক ন্যায় মন্ত্রক
৪৪. সাধ্বী নিরঞ্জন জ্যোতি – গ্রামোন্নয়ন মন্ত্রক
৪৫. বাবুল সুপ্রিয় – বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক
৪৬. সঞ্জীবকুমার বালিয়ান – পশুপালন ও দুগ্ধ মন্ত্রক
৪৭. ধোত্রে সঞ্জয় শামরাও – মানবসম্পদ উন্নয়ণ, তথ্য সম্প্রচার ও ইলেক্ট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
৪৮. অনুরাগ সিং ঠাকুর – অর্থ ও কর্পোরেট অ্যাফেয়ার্স
৪৯. সুরেশ অঙ্গাদি – রেল মন্ত্রক
৫০. নিত্যানন্দ রাই – স্বরাষ্ট্র মন্ত্রক
৫১. রতনলাল কাটারিয়া – জলশক্তি ও সামাজিক ন্যায় মন্ত্রক
৫২. ভি মুরলীধরন – বিদেশ ও সংসদ বিষয়ক মন্ত্রক
৫৩. রেণুকা সিং সারুতা – উপজাতি উন্নয়ন মন্ত্রক
৫৪. সোম প্রকাশ – শিল্প ও বাণিজ্য মন্ত্রক
৫৫. রামেশ্বর তেলি – খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক
৫৬. প্রতাপচন্দ্র সারঙ্গী – ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রক
৫৭. কৈলাশ চৌধুরী – কৃষি ও কৃষক উন্নয়ন মন্ত্রক
৫৮. দেবশ্রী চৌধুরী – মহিলা ও শিশু কল্যাণ উন্নয়ন মন্ত্রক

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!