এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সি আই ডির জালে ধরা পড়ল ভাটপাড়া বোমাবাজি কাণ্ডে অভিযুক্তবিজেপি কাউন্সিলর

সি আই ডির জালে ধরা পড়ল ভাটপাড়া বোমাবাজি কাণ্ডে অভিযুক্তবিজেপি কাউন্সিলর


সি আই ডির জালে ধরা পড়ল ভাটপাড়া বোমাবাজি কাণ্ডের আরো দুই অভিযুক্ত। জানা যাচ্ছে গ্রেপ্তার হওয়া দুজনের মধ‍্যে একজন বিজেপি কাউন্সিলরও রয়েছেন।সিআইডি সূত্রের খবর এখনো পর্যন্ত এই ঘটনায় জড়িত সন্দেহে মোট ৫জন গ্রেপ্তার হয়েছে।

১১ জুন ভাটপাড়ায় বোমার আঘাতে মৃত্যু হয় দুই তৃণমূল কর্মীর। দুষ্কৃতীদের ছোড়া বোমায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মহম্মদ হালিম নামে এক প্রৌঢ়ের । গুরুতর জখম মহম্মদ মুস্তাককে কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তিনি মারা যান।এর পর মৃতের পরিবারের তরফে জগদ্দল থানায় ২৫ জনের নামে অভিযোগ দায়ের হয় ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত ১২ জুন লালবাবু দাস, ইন্দ্রজিত দাস ও প্রদীপ সাউ নামে তিনজনকে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে। এরপর আজ দিঘা থেকে জগদ্দল পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লালন চৌধুরি ও অপর এক বিজেপি কর্মী শিউজি রায় সিআইডির হাতে ধরা পরে।

প্রসঙ্গত লালন চৌধুরী আগে তৃণমূলের কাউন্সিলর ছিলেন। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া ব‍্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর অনুগত লালন বাবু অর্জুন সিংয়ের হাত ধরেই সদ‍্য বিজেপি তে যোগ দিয়েছেন। বিজেপির পক্ষে জানান হচ্ছে লালন চৌধুরীর সঙ্গে ভাটপাড়া বোমাবাজি কাণ্ডের কোনও যোগ নেই। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার কারণেই লালন চৌধুরিকে মিথ‍্যে অভিযোগে ফাঁসানো হয়েছে বলে জানাচ্ছেন স্থানীয় বিজেপি নেতারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!