এখন পড়ছেন
হোম > রাজ্য > স্বয়ং মুখ্যমন্ত্রীও কি আর আস্থা রাখছেন না মুকুল পুত্রের উপর

স্বয়ং মুখ্যমন্ত্রীও কি আর আস্থা রাখছেন না মুকুল পুত্রের উপর


দলে ব্রাত্য হচ্ছেন কিন্তু নেত্রী তো দলের সব তাই বুধবার দুপুরে বিধানসভায় দেখা করলেন মমতা বান্ধোপাধ্যায়ের সাথে। এদিন মুখ্যমন্ত্রী যখন বিধানসভা কক্ষে ঢুকছিলেন তখন করিডরে ছিলেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়৷ সেখানেই দলনেত্রী সরাসরি তাঁর কাছে জানতে চান যে “কাল (মঙ্গলবার) সভায় আসেননি কেন?”শুভ্রাংশুবাবুও জানিয়ে দেন তাঁর না যাওয়ার কারণ। তিনি বলেন,‘‘আমাকে তো ডাকায় হয়নি৷ সভায় গিয়েছিলাম কিন্ত তালিকায় নাম না থাকায় নিরাপত্তারক্ষীরা ঢুকতে দেননি৷’’ মুখ্যমন্ত্রী তাঁকে ফের বলেন,”আমি কিন্তু সভায় আপনার নাম ডেকেছিলাম৷” পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাঁকে এই নিয়ে কথা বলে নেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত উত্তর ২৪ পরগণা জেলা সভাপতি হলেন জ্যোতিপ্রিয় মল্লিক। আর এই নিয়েই শুরু জল্পনা। প্রশ্ন উঠছে তবে কি নাম না করে রাজ্যের দাপুটে খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করলেন শুভ্রাংশু আর তাকে পাত্তা না দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের উপরই আস্থা রেখে সমস্যা মেটাতে নির্দেশ দিলেন মমতা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!