এখন পড়ছেন
হোম > রাজ্য > আদালতের রায়ে বড় ধাক্কা খেলো আরাবুল ,জেনে নিন বিস্তারিত

আদালতের রায়ে বড় ধাক্কা খেলো আরাবুল ,জেনে নিন বিস্তারিত


ভাঙড় কাণ্ডে ধৃত অভিযুক্ত আরাবুল ইসলামের জামিনের আবেদন এদিনও খারিজ করে দিলো বারুইপুর মহকুমা আদালত। এরফলে স্বভাবতই তাঁর কারাবাস অব্যাহত রইলো। একইসাথে এদিন বিচারক এই ঘটনায় পুলিশকে আরোও বিশদে তদন্তের নির্দেশ দিলো। আগামী সাত দিনের মধ্যে সেই বিশদ তদন্তের রিপোর্ট আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই ভাঙড়ে নির্দল সমর্থক হাফিজুর মোল্লা খুনের জেরে সন্দেহভাজন আরাবুল ইসলাম মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজতে রয়েছে। এরপর নিয়ম মাফিক তাঁকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। জেল হেফাজতে থাকাকালীই অসুস্থ্য হয়ে পড়েন এই তৃণমূল কংগ্রেস নেতা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এইসময়ে তাঁর উচ্চ রক্তচাপ এবং ব্লাড সুগার বৃদ্ধি পায়। হাসপাতালে অবধি ভর্তি করা হয় তাঁকে। আরাবুল ইসলামের আইনজীবি তাঁর শারীরিক অসুস্থ্যতার কারণ দেখিয়ে বিচারকের কাছে জামিনের আবেদন করেন। কিন্তু এদিন অবধি এই মামলার বেশ কয়েকটি শুনানি হয়ে গেলেও আদালত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেনি। উল্লেখ্য মৃত হাফিজুর মোল্লার স্ত্রী সাবিরা বিবি সম্প্রতি আদালতে হলফনামা জমা দিয়ে জানান, তাঁর স্বামীর মৃত্যুর সঙ্গে আরাবুল ইসলামের কোনও সম্পর্ক নেই। এদিন আদালতে সেই হলফনামার ভিত্তিতে জামিন চাওয়া হয়েছিলো। কিন্তু তা সত্ত্বেও জামিন আবেদন অগ্রাহ্য করে মুখ ফেরাল আদালত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!