এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কংগ্রেস-তৃণমূল জোট সম্ভাবনা তৈরী হতেই শীতঘুম ভেঙে আসরে হাজির আলিমুদ্দিন

কংগ্রেস-তৃণমূল জোট সম্ভাবনা তৈরী হতেই শীতঘুম ভেঙে আসরে হাজির আলিমুদ্দিন

রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে অধীর চৌধুরীকে সরিয়ে সোমেন মিত্রকে বসানোর পর থেকেই জল্পনা তৈরি হয় যে, জাতীয় স্তরে নরেন্দ্র মোদী বিরোধীতায় যেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীর মধ্যে মধুর সম্পর্ক তৈরি হয়েছে সেই সম্পর্ক যাতে বাংলাতেও থাকে তাই মমতা বিরোধী অধীর চৌধুরীকে সরিয়ে দিল হাইকমান্ড। কেননা অতীতে জাতীয় রাজনীতিতে যাই হোক না কেন, বাংলায় তৃনমূল এবং বিজেপি দুই দলকে আটকাতে বামেদের সাথে লড়ার আবেদন জানিয়ে হাইকমান্ডের দ্বারস্থ হয়েছিলেন অধীরবাবু।

কিন্তু সেই পদে সোমেন মিত্র আসায় বামেদের কপালে চওড়া হয়েছে চিন্তার ভাঁজ। একেই এই রাজ্যে এখন “কাস্তে-হাতুড়ীর” বেহাল দশা। একের পর এক নির্বাচনে ভরাডুবি হচ্ছে সিপিএমের, সঙ্গে চলছে সাংগঠনিক রক্তক্ষরন। তাই বাংলায় সেই তৃনমূলের সাথে কংগ্রেসের জোটের আগে তাঁদের সাথে কংগ্রেসের জোটের বিষয়টিতে কেন্দ্রীয় কমিটির সায় চাইছে বঙ্গের আলিমুদ্দিন স্ট্রীট।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

সূত্রের খবর, আগামী ৬ ই অক্টোবর থেকে দিল্লিতে এই ইস্যুতে একটি বৈঠকে বসতে চলেছে দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি। ইতিমধ্যেই বঙ্গ সিপিএমের পক্ষ থেকে পলিটব্যুরোকে জমা দেওয়া এক রিপোর্টে বলা হয়েছে, রাজ্যে তৃনমূল ও বিজেপি একে অন্যের পরিপূরক। তাই এই পরিস্থিতিতে বাংলায় কংগ্রেসের হাত ধরতেই হবে। পাশাপাশি রাজ্যে শাসকদলের লাগাতার আক্রমনে যেভাবে বাম নেতা কর্মীরা আহত হচ্ছেন তার কথাও এই রিপোর্টে উল্লেখ করেছেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা।

কিন্তু বঙ্গের সিপিএম নেতারা কংগ্রেসের সাথে জোটের আবেদন করলেও বাম ঐক্যের জোরেই ভোটে লড়ার পক্ষে মত দিচ্ছেন প্রকাশ কারাত লবির অনেকে। এমনকী এক্ষেত্রে যে দলের পার্টি কংগ্রেসে গৃহীত রাজনৈতিক লাইনকে অগ্রাহ্য করা হবে না তাও সাফ জানিয়ে দিয়েছেন সিপিএম নেতারা। সব মিলিয়ে এখন বাংলা নিয়ে কংগ্রেসের সাথেই হাতে হাত নাকি একলা চলোর পক্ষে সায় দেবে দলের কেন্দ্রীয় কমিটি সেদিকেই তাকিয়ে আলিমুদ্দিন স্ট্রীট। তবে এবারের লোকসভা নির্বাচনে একলা চলতে গেলে বাংলায় যে শূন্য হাতে ফিরতে হতে পারে তা মেনে নিচ্ছেন বঙ্গ-সিপিএমের একাধিক শীর্ষনেতা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!