এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > প্লাস্টিকের ক্যারিব্যাগ বন্ধে বাংলার ‘সংস্কৃতিকে’ কাজে লাগিয়ে অভিনব প্রচার শুরু রাজ্যে

প্লাস্টিকের ক্যারিব্যাগ বন্ধে বাংলার ‘সংস্কৃতিকে’ কাজে লাগিয়ে অভিনব প্রচার শুরু রাজ্যে

প্লাষ্টিক ক্যারিব্যাগের ফলে দূষনের বাড়বাড়ন্তে অনেক দিন ধরেই জেরবার রাজ্যবাসী। পরিবেশকে দূষনমুক্ত করতে একাধিক পদক্ষেপও নিয়েছে রাজ্য সরকার। কিন্তু তারপরেও বেশ কিছুদিন ধরে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পুরসভার এলাকাগুলিতে নিষিদ্ধ ক্যারিব্যাগ ব্যাবহারের অভিযোগ উঠেছিল।  আর এই বিষয়টি নজড়ে আসতেই এবার মাঠে নেমে পড়ল পুর কতৃপক্ষ।

বাংলার চিরপরিচিত ঢাকের বাদ্যিকে কাজে লাগিয়ে এদিন এলাকাজুড়ে এই প্লাষ্টিক ব্যাবহারে নিষেধাজ্ঞা ও একটি মানুষকে সচেতন করার কর্মসূচী নেওয়া হল। জানা গেছে, কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজার, তারা বাজার, ধনকইল এলাকাতে প্রায় প্রতিনিয়তই ঢাক বাজিয়ে প্রচার চালানো হচ্ছে। এমনকী এখন থেকে পুরসভার 17 টি ওয়ার্ডেই যে প্রতিদিন ঢাক বাজিয়ে এই প্রচার অভিযান চলবে তাও জানিয়ে দেওয়া হয়েছে পুর কতৃপক্ষের তরফে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

জানা গেছে, এলাকায় এই সচেতনতা প্রচারে নিষিদ্ধ প্লাষ্টিকের ক্যারিব্যাগ কিভাবে মানুষের ক্ষতি করে তা তুলে ধরা হচ্ছে। এপ্রসঙ্গে তৃনমূল পরিচালিত কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান কার্তিকচন্দ্র পাল বলেন, ” চল্লিশ মাইক্রোনের কম পুরু বা মোটা প্লাষ্টিক ক্যারিব্যাগ বন্ধে আমরা শহরজুড়ে ঢাক বাজিয়ে প্রচার অভিযান চালাচ্ছি।” ভবিষ্যতেও যে এই আভিযান চালানো হবে তাও জানিয়ে দিয়েছেন কার্তিকবাবু। সব মিলিয়ে প্লাস্টিক বন্ধে বাংলার সংস্কৃতি ঢাককে কাজে লাগিয়ে মাঠে নেমে পড়ল কালিয়াগঞ্জ পৌরসভা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!