এখন পড়ছেন
হোম > রাজ্য > জল্পনা বাড়িয়ে শেখ দিলদার মামলার তদন্তকারী অফিসারকে সরাচ্ছে রাজ্য সরকার

জল্পনা বাড়িয়ে শেখ দিলদার মামলার তদন্তকারী অফিসারকে সরাচ্ছে রাজ্য সরকার


আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আদালতের নির্দেশে মনোনয়নপত্র পেশের অতিরিক্ত দিনে বীরভূম জেলা সদরে দুই দলের সন্ত্রাসের ঘটনায় এক ব্যাক্তির মৃত্যুর বিষয়ে রাজ্য জুড়ে থাকা প্রায় সব মানুষই অবগত। তিনি যে কোন দলের তা নিয়েও দাড়ি টানাটানি কম হয়নি। এবার জল্পনা বাড়িয়ে প্রশাসনের সিদ্ধান্তে সিউড়ির কড়িধ্যায় শেখ দিলদার হত্যার তদন্তকারী অফিসার সৌম্য দত্তের কাছ থেকে তদন্তের দায়িত্ব সরিয়ে সিউড়ি থানার আইসি দেবাশিস পাণ্ডাকে অর্পন করা হলো।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এমনকি তদন্তের কাজে গতি আনতে সিট গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। উল্লেখ্য গত সোমবার ২৩ শে এপ্রিল শেখ দিলদারের হত্যার ঘটনা ঘটেছিলো। কিন্তু সেই ঘটনার ৪৮ ঘন্টা পরেও পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্র এবং সন্ত্রাস সৃষ্টিকারী উপকরণ সমূহ খুঁজে বের করতে পারেনি। যদিও বাড়ি বাড়ি গিয়ে কার্যত এলাকা অভিযান চালিয়ে সন্দেহজনক ৪ বিজেপির দলীয় কর্মীকে গ্রেফতার করা হয়। নিহত দিলদার শেখের বাব তহিদ খান পুলিশের কাছে দায়ের করা অভিযোগে জানিয়েছেন এই হত্যাকান্ডের নেপথ্যে রয়েছে ঝাড়খণ্ড থেকে আসা বিজেপি কর্মী-সমর্থকরা। কিন্তু পুলিশ সেই সব অপরাধীদের খুঁজে বের করতে এখনও অবধি অসমর্থ।প্রসঙ্গত,দিলদার শেখ মারা যাবার পরেই নিহত দিলদার শেখের বাব তহিদ খান দাবি করেছিলেন তাঁরা বিজেপি কর্মী ও তাঁর পুত্রবধূ বিজেপির হয়ে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন সেখানে তৃণমূলের নেতার নির্দেশে দিলদারবাবুকে গুলি করা হয়।বিজেপির তরফ থেকেও দাবি করা হয়েছিল যে নিহত দিলদারবাবু বিজেপির সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক।অন্যদিকে অনুব্রতবাবু দাবি করেন দিলদারবাবু তাদের কর্মী বিজেপি ঝাড়খন্ড থেকে লোক এনে দিলদাবাবুকে খুন করেছে।আর কয়েকঘন্টা পর জল্পনা বাড়িয়ে ভোলপাল্টে দিলদারবাবুর বাবাও ঠিক একই কথা বলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!